কবে ঢুকবে পড়ুয়াদের একাউন্টে ট্যাব কেনার ১০ হাজার টাকা? জেনে নিন বিস্তারিত

রাজ্য সরকার যেমন সাধারণ মানুষদের জন্য নানারকম প্রকল্প চালু করেছে তেমনি পড়ুয়ারদের জন্য বিভিন্ন রকম প্রকল্প চালু করেছে। যেমন বিনে পয়সায় সাইকেল দেওয়া, তেমনি ২০২১ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য ১০০০০ করে টাকা দিত। সে অনুযায়ী এ বছরের ছাত্রছাত্রীরা কিন্তু সেই ট্যাব কেনার টাকা পাবে। তবে চলতি বছরে বাজেট ঘোষণা করার সময় সেই নিয়মে কিছুটা বদলানো হয়েছিল যেখানে বলা হয়েছে একাদশ শ্রেণীতে উঠলেই ট্যাব কেনার টাকা দেওয়া হবে।

ট্যাব কেনার জন্য টাকা দেওয়ার কথা ছিল চলতি মাসে 5 তারিখ অর্থাৎ শিক্ষক দিবসের দিন। কিন্তু হঠাৎ করেই সেই প্রক্রিয়া বন্ধ করা হয় প্রশাসনিক কারণে। এমনকি সেই টাকা কবে প্রদান করা হবে ছাত্রছাত্রীদের সে বিষয়ে কিন্তু কিছু জানানো হয়নি। কি কারনে ৫ই সেপ্টেম্বর ছাত্র-ছাত্রীদের টাকা দেওয়া হয়নি সে বিষয়ে কিন্তু কোন কথা বলেনি স্কুল শিক্ষা দপ্তর।

রাজ্য সরকারের কেনো দেরি হচ্ছে ট্যাব কেনার টাকা দিতে?

৫ই সেপ্টেম্বরের পর ২৬ সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিনে সেই টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করেছিল অনেকেই। কিন্তু সেদিনও কিন্তু ছাত্র-ছাত্রীদের একাউন্টে কোন টাকা পাঠায়নি রাজ্য সরকার। তবে বিশেষ সূত্রে জানা গিয়েছে, নিম্নচাপ জনিত কারণে এবং DVC র ছাড়া জলে রীতিমত বন্যা পরিস্থিতি তৈরীর জন্য ব্যস্ত রয়েছে প্রশাসন সেই কারণেই টাকা দিতে বিলম্ব হচ্ছে। এখন সবার প্রশ্ন হচ্ছে, তবে টাকা দেবে কবে?

কবে ঢুকবে ট্যাব কেনার টাকা?

যেহেতু সূত্রে জানা গিয়েছে, যে নিম্নচাপ জনিত কারণ এবং বন্যা পরিস্থিতি তৈরির জন্য প্রশাসন ব্যস্ত রয়েছে, তাই মনে করা হচ্ছে বন্যা পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই রাজ্য সরকার এই ট্যাব কেনার জন্য ছাত্র-ছাত্রীদের ব্যাংক একাউন্টে টাকা পাঠিয়ে দেবে। যদি পুজোর আগে টাকা না দেয় তাহলে পুজোর পরে সেই টাকা দেওয়া হতে পারে। তবে সমস্ত পড়ুয়ারা বড় আশা নিয়ে বসে রয়েছে ট্যাব বা মোবাইল কেনার টাকার জন্য, এখন দেখার পালা সেই টাকা কবে ঢুকবে পড়ুয়াদের একাউন্টে।

আরও পড়ুন: জানুন মমতার স্বাস্থ্য সাথী না মোদীর আয়ুষ্মান ভারত, কোন প্রকল্পে বেশি সুবিধা পাবেন আপনি?

Sumi Roy

সুমি ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের সহ প্রতিষ্ঠাতা। সুমির সংবাদ জগতে তিন বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। সে সরকারি প্রকল্প বিষয় বস্তু সম্পর্কিত খবর তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। সুমি সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।

শেয়ার করুন: