তেলেঙ্গানার মুলুগু জেলায় ৫.৩ মাত্রার ভূমিকম্প, জানুন সর্বশেষ পরিস্থিতি

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুযায়ী বুধবার (৪/১২/২০২৪) সকাল ৭:২৭ মিনিটে তেলেঙ্গানার মুলুগুতে ভূমিকম্প হয়েছে। যা ৫.৩ মাত্রার ভূমিকম্প। ভূমিকম্পের কেন্দ্র ছিল মুলুগুর কাছে ৪০ কিলোমিটার গভীরে।

ভারতে চারটি সিসমিক জোন রয়েছে – জোন II, জোন III, জোন IV এবং জোন V। জোন V সবচেয়ে বেশি তীব্রতা এবং জোন II সর্বনিম্ন। এক্ষেত্রে তেলেঙ্গানাকে জোন II হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এটি নিম্ন- তীব্র ভূমিকম্প অঞ্চল। তবে ক্ষয়ক্ষতি বা আঘাতের কোন তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে। আনুমানিক দেশের ১১ শতাংশ অঞ্চল V এর মধ্যে এবং আনুমানিক ১৮ শতাংশ অঞ্চল জোন 4 এ, আনুমানিক ৩০ শতাংশ অঞ্চল পড়ে জোন III তে, এবং অবশিষ্ট অঞ্চল জোন II এ পড়ে। তবে ভারতের প্রায় ৫৯ শতাংশ বিভিন্ন তীব্রতার ভূমিকম্পের প্রবণতা রয়েছে।

Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছর ধরে সংবাদ জগতের সঙ্গে যুক্ত অমিত। তিনি চাকরির এবং পরীক্ষার রেজাল্ট বিষয়বস্তু খবর সম্পর্কিত তথ্য তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। অমিত সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।

শেয়ার করুন: