রাজ্যের শিক্ষা দপ্তর চলতি বছরের জন্য প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের স্কুলগুলির জন্য গরমের ছুটির তালিকা ঘোষণা করল। শীতের আমেজ শেষ হতে না হতেই রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে গ্রীষ্মের দাবদাহ। ইতিমধ্যে বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গেছে ৩৭ ডিগ্রির কাছাকাছি এবং সেখানে গরম সহ অস্বস্থিকর পরিবেশ তৈরি হয়েছে। এছাড়া তীব্র গরমে অসুস্থ পড়েছে রাজ্যের বিভিন্ন স্কুল গুলির ছাত্র-ছাত্রীরা। সেজন্যই ইতিমধ্যে কিছু কিছু জায়গায় প্রাথমিক স্তরে স্কুলগুলিতে সকালে পঠন-পাঠন শুরু করে দিয়েছে।
প্রতিবছর গরমের ছুটি হিসেবে রাজ্যের স্কুলগুলিতে ছুটি থাকে ৯ মে থেকে ২০ মে তারিখ পর্যন্ত। কিন্তু এবারে শিক্ষা দপ্তর চলতি বছরের গরমের ছুটির সময়সীমা অনেকটা বাড়িয়ে দিয়েছে। চলতি বছরে গরমের ছুটি শুরু হবে আগামী ৬ মে তারিখ থেকে এবং এই ছুটি চলবে আগামী ২ রা জুন তারিখ পর্যন্ত।
আরও পড়ুন: Madhyamik Question Paper 2023 PDF: মাধ্যমিকের প্রশ্মপত্র সব বিষয় PDF লিংক
সাধারণত ৬ ই মে থেকে ২ রা জুন পর্যন্ত বন্ধ থাকবে স্কুল গুলির পঠন পাঠন। তবে গরমের ছুটি পড়ার আগেই রাজ্যের প্রতিটি স্কুলে পড়ুয়াদের প্রথম সামেটিভ টেস্ট আয়োজিত হবে। প্রতিটি স্কুলে এই টেস্ট হওয়ার পরেই কিন্তু গরমের ছুটি পড়বে।
গরমের ছুটির পরে স্কুল খুলবে ৩ রা জুন শনিবার। তারপর রবিবার হবে ভোটের রেজাল্ট সেদিন বন্ধ থাকবে। তারপর আবার স্কুল শুরু হবে ৫ তারিখ সোমবার থেকে, এইদিন থেকেই আবার নিয়মিত চালু হবে স্কুলের পঠন পাঠন।
আগের বছরের তুলনায় এ বছর রাজ্যের স্কুল গুলিতে ছুটি একটু বেশি তার কারণ হলো ভোট। সামনেই লোকসভা ভোট সেই জন্যই এবারে স্কুল গুলিতে ছুটি একটু বেশি।
ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।