রাজ্য সরকারের সাধারণ মানুষদের জন্য তৈরি বিভিন্ন প্রকল্পের মধ্যে লক্ষ্মী ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্পটি হল অন্যতম। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিমাসে কিছু সংখ্যক টাকা দিয়ে দেওয়া হয়। এতে উপকৃত হন মহিলারা। রাজ্য সরকার যখন প্রথম লক্ষী ভান্ডার প্রকল্প শুরু করেছিলেন তখন সাধারণ মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা করে দিত এবং তপশিলি জাতি, তপশিলি উপজাতি মহিলাদের মাসে ১০০০ টাকা করে দিত। কিন্তু পরবর্তী সময়ে তা বাড়িয়ে সাধারণ মহিলাদের জন্য ১০০০ টাকা এবং তপশিলি জাতি, তপশিলি উপজাতি মহিলাদের জন্য ১২০০ টাকা করে দেওয়া হচ্ছে। তবে সম্প্রতি শোনা যাচ্ছে যে ২০২৬ সালের আগেই নাকি লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়ে হয়ে যাবে প্রতিমাসে ২০০০ টাকা।
লক্ষ্মীর ভান্ডারের টাকা কী বাড়বে?
সকলের মুখে কানাঘুষো শোনা যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা নাকি বেড়ে ২ হাজার হবে। আসলে গত শনিবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে সাউথখণ্ড পঞ্চায়েতের দলীয় বিজয়া সম্মেলনী সভার প্রধান বিজন বন্ধু বাগ বলেন ‘ছাব্বিশের বিধানসভায় লক্ষ্মীর ভান্ডারের এক হাজার টাকা বেড়ে দু’হাজার টাকা হবে।’’ শুধু তাই নয় এদিন আরো বলেন তিনি “মুখ্যমন্ত্রী যদি লক্ষ্মী ভান্ডারের টাকা ২০০০ না করেন তাহলে আমার গ্রাম পঞ্চায়েতে লক্ষ্মী ভান্ডারের ২ হাজার টাকা আমিই দেব।” আর তার এই মন্তব্যই দ্রুত ছড়িয়ে পড়ে চারিদিকে। আর এই খবর শোনার পর থেকে মহিলাদের মনে একটি আশার আলো জেগেছে। এই প্রকল্পের আবার টাকা বাড়ার সংবাদ পেয়ে খানিকটা উত্তেজনা বেড়েছে জনগণের মধ্যে।
আরও পড়ুন: তরুণের স্বপ্ন প্রকল্পে আর দেওয়া হবে না টাকা! বড় সিদ্ধান্ত নিতে পারে পশ্চিমবঙ্গ সরকার
মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্কমূলক পরিস্থিতি!
মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ব্লক এবং অঞ্চল ভিত্তিক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী শুরু হয়েছে এবং সেই সম্মিলনী অনুষ্ঠানে প্রবীণ কর্মীদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই পূর্ব মেদিনীপুরের পটাশপুরে সাউথখণ্ড এলাকাতেও কিন্তু সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান বিজন বন্ধুবাগ এছাড়া কাঁথি সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পীযূষ পান্ডা এবং অন্যান্যরা। তবে সেই দিন বিজন বন্ধুবাগের মন্তব্যকে কেন্দ্র করে দলের মধ্যেই এক বিতর্কমূলক পরিস্থিতি তৈরি হয়েছে। এখন দেখার পালা সত্যিই কি লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে?
সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।