Lakshmir Bhandar: পুজোর আগে ফের বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডারের টাকা! সত্যিই কী বাড়রে?

The Money of Lakshmi Bhandar Scheme May Increase Again Before Durga Puja

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বড় সুখবর, শোনা যাচ্ছে পুজোর আগেই নাকি বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি উল্লেখযোগ্য প্রকল্প হল এই লক্ষী ভান্ডার। মহিলাদের জন্য চালু করা হয়েছিল এই প্রকল্প তাতে অনেক মহিলারাই কিন্তু খুবই উপকৃত হয়েছে।

এর আগে মহিলাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা হিসেবে ৫০০ এবং ১০০০ টাকা করে দেওয়া হতো। কিন্তু লোকসভা ভোটের আগে সেই টাকা দ্বিগুণ করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে যারা ৫০০ টাকা পেতো তাদের দেওয়া হচ্ছে ১০০০ টাকা এবং যারা ১০০০ টাকা পেতো তাদের দেওয়া হচ্ছে ১২০০ টাকা। এই টাকা দ্বিগুণ করার আগে কিন্তু মানুষের মনে চলছিল নানা রকম প্রশ্ন, টাকা কি দ্বিগুণ হতে পারে? সত্যি কি দ্বিগুন টাকা দেবে, নাকি দেবে না, এই সমস্ত নানা রকম প্রশ্ন?

তারপর কিন্তু সকল মানুষের চিন্তা দূর করে অবশেষে লোকসভার ভোটের আগে সেই টাকা দ্বিগুণ করে দিয়েছিল রাজ্য সরকার। এবারও মানুষের মধ্যে আলোচলা চলছে যে লক্ষ্মীর ভান্ডারে টাকা পুজোর আগে নাকি আবারও বাড়াতে পারে সরকার। সেই নিয়ে চলছে নানা রকম জল্পনা কল্পনা। জানা যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা আবারো বাড়তে পারে কিন্তু সেই টাকা বাড়তে পারে তার কোন অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়নি।

সবাই ভাবছে যে আবার যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়াতে পারে, সেই টাকা কত টাকা বাড়াবে রাজ্য সরকার। অনেক অনেক ক্ষেত্রে শোনা যাচ্ছে যে এবার ১০০০ টাকা থেকে ১৫০০ টাকা হতে পারে অথবা ১০০০ টাকা থেকে ২০০০ টাকাও হতে পারে। এবার দেখার পালা, যে সত্যি কি এবার লক্ষীভান্ডারের টাকা বাড়তে চলেছে। যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পায় তারা কিন্তু খুবই আশা করে বসে রয়েছে যে তাদের লক্ষ্মী ভান্ডারের টাকা পুজোর আগে দ্বিগুণ করা হবে।

যদিও পূজার আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা দ্বিগুণ করা না হয়, তাহলে কিন্তু বিধানসভা ভোটের আগে অবশ্যই এই লক্ষ্মীর ভান্ডারের টাকা দ্বিগুণ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। টাকা দ্বিগুণ করা নিয়ে এখনো পর্যন্ত কোন অফিশিয়াল ভাবে কোন বিজ্ঞপ্তি কিন্তু পাওয়া যায়নি। তবে আশা করা যাচ্ছে যে সরকার এ বিষয় নিয়ে নানা রকম চিন্তা ভাবনা করছে টাকা বাড়ানোর জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের হাত খরচার জন্য কিন্তু এই প্রকল্পের শুরু করেছেন। যার ফলে বহু মহিলারা সেই টাকা থেকে নিজেদের হাত খরচা চালাচ্ছে অথবা সংসার খরচের মধ্যেও দিচ্ছে, এতে করে তারা খুবই উপকৃত হচ্ছে। যেহেতু এই লক্ষ্মীর ভান্ডারের টাকা একবার দ্বিগুণ করা হয়েছে, সেজন্য মহিলাদের মনে আলাদা একটি আশার আলো জাগছে যে পুনরায় আবারও টাকা দ্বিগুণ হতে পারে। তবে এবার এটাই দেখার পালা যে আদৌ কি টাকা এবার বাড়তে পারে কিনা। তবে এই টাকা বাড়ার বিষয়ে কিন্তু আশা রয়েছে ৫০ শতাংশ। টাকা পুজোর আগে বারতেও পারে আবার নাও বাড়তে পারে, সুতরাং সবাইকে বলব এই বিষয় নিয়ে বেশি মাথা ঘামানোর কোন দরকার নেই।

আরও পড়ুন: PM Internship Scheme: প্রশিক্ষণের মাধ্যমে চাকরি, দেখুন এই স্কিমে আবেদন পদ্ধতি

শেয়ার করুন

শেয়ার করুন

সর্বশেষ আপডেট