শিক্ষক দিবসের দিনে পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে বিশেষ সুখবর। পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনা বাদে ডিজিটাল জগতের এগিয়ে যেতে পারে তার জন্য শিক্ষক দিবসের দিন রাজ্য সরকার প্রায় ১৬ লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব বা মোবাইল কেনার জন্য ১০,০০০ টাকা করে দেবে। এই প্রতিবেদনে কারা কারা এই ট্যাব পাবে, এটা পেতে গেলে কি করতে হবে এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।
আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন একটি অনুষ্ঠান হবে। আর সেই অনুষ্ঠানে রাজ্যে তরুণ স্বপ্ন প্রকল্পের মাধ্যমে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের স্মার্টফোন কেনার জন্য ২০২৪ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের ১০,০০০ টাকা করে অর্থ তুলে দেবে। আর এই মোবাইল কেনার জন্য টাকা দেওয়ার উদ্যোগকেই তরুণের স্বপ্ন প্রকল্প বলে নাম দেওয়া হয়েছে। আসলে এই প্রকল্পের মাধ্যমে বাংলার তরুণ প্রজন্মকে ডিজিটাল ভারত গড়ার পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
এক্ষেত্রে মোবাইল কেনার জন্য টাকা দেওয়া শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে। ৫ সেপ্টেম্বর থেকে ধীরে ধীরে সমস্ত ছাত্র-ছাত্রীদের একাউন্টে এই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এক্ষেত্রে সরকারি ও সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলের শিক্ষার্থীরা, মাদ্রাসা এবং সংখ্যালঘু বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এই সুবিধা পাবে। বর্তমান যুগে সবকিছু যেমন অনলাইনের মাধ্যমে হচ্ছে সেজন্য ছাত্র-ছাত্রীদের ও ডিজিটাল জগতে এগিয়ে নিয়ে যেতে হবে এবং তারা এই প্রাপ্ত ট্যাব বা মোবাইলের মাধ্যমে অনলাইন ক্লাস করতে পারবে এবং নতুন নতুন জিনিস শিখতে পারবে। তবে এই ট্যাব বা মোবাইল কিন্তু ছাত্রছাত্রীদের উন্নতির জন্য বা ডিজিটাল যুগে এগিয়ে যাওয়ার জন্যই দিচ্ছে সুতরাং সমস্ত ছাত্রছাত্রীদের বলব এই ট্যাব বা মোবাইল ফোনের ব্যবহার শুধুমাত্র নিজেদের ভালোর জন্যই করবে।
আরও পড়ুন: রাজ্যের মহিলা নিরাপত্তায় চালু রাত্রি সাথী, কী ভাবে মিলবে এই পরিষেবা?