বৃহস্পতির থেকে ছুটি ঘোষণা রাজ্যের, পরপর চার দিন ছুটি!

Published on:

The state has declared a holiday from Thursday

অমিত সরকার, কলকাতা: রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের জন্য রয়েছে সুখবর। চলতি সপ্তাহে পরপর চার দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা। আসলে ১৩ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে ছুটি ঘোষণা করেছে নবান্ন। সব-এ-বরাত উপলক্ষে 13 তারিখ বৃহস্পতিবার ছুটি করা হয়েছে এবং ১৪ তারিখ শুক্রবার ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এছাড়া ১৫ ও ১৬ তারিখ যথাক্রমে শনিবার ও রবিবার পড়ায় ছুটি থাকবে অর্থাৎ মোট চার দিন ছুটি রয়েছে।

নবান্নর পক্ষ থেকে এই ছুটি নিয়ে মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে ১৩ তারিখ সব-এ-বরাতের জন্য সমস্ত সরকারি কর্মী- স্কুল, কলেজ, প্রতিষ্ঠান, বোর্ড, কর্পোরেশন, পৌরসভা সহ সমস্ত সরকারি ও সরকারি পোষিত অফিস কাছারি বন্ধ থাকবে। ১৩ তারিখের পরের দিন ১৪ তারিখ ও ছুটি থাকছে ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে।

২০২৪ সালের নভেম্বরের ২২ তারিখে রাজ্য সরকারের ছুটির যে তালিকা ঘোষণা করা হয়েছিল সেখানে 14 তারিখ ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনের পাশাপাশি সব-এ-বরাতের ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে পরে দেখা যায় যে ১৪ তারিখ নয়, সব-এ-বরাত হল ১৩ই ফেব্রুয়ারি, তাই গত মঙ্গলবার পুনরায় একটি ছুটির বিজ্ঞপ্তি ঘোষণা করে বৃহস্পতিবার এবং শুক্রবার ছুটি ঘোষণা করেছেন। এই চার দিনের ছুটি কিন্তু সরকারি কর্মীদের জন্য একটি সুযোগ ঘুরতে যাওয়ার। আবহাওয়া খুব সুন্দর রয়েছে, এমন সময় ঘুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট। তাই এই চার দিন ছুটি কাটানোর জন্য দেরি না করে তাড়াতাড়ি করে ফেলুন ঘুরতে যাওয়ার প্ল্যান।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।