পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন রকম স্কলারশিপের আয়োজন করেছে। তেমনি রাজ্য সরকার রাজ্যের দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নতির জন্য একটি স্কলারশিপ চালু করেছে যার নাম ওয়েসিস স্কলারশিপ। স্কলারশিপের মূল উদ্দেশ্য হলো অর্থনৈতিক সমস্যার কারণে যাতে কোন শিক্ষার্থীর শিক্ষাজীবন থেকে বিচ্ছিন্ন না হয়ে যায় বা না পিছিয়ে পড়ে।
এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার খরচ মেটানোর জন্য সরাসরি ৫,০০০ টাকা করে প্রদান করা হয়। আজকের এই প্রতিবেদনে এই স্কলারশিপ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।
কারা কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে?
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্বারা নির্মিত ওয়েসিস স্কলারশিপ হল পশ্চিমবঙ্গ সরকারের একটি বিশেষ স্কলারশিপ। এই স্কলারশিপটি সাধারণত রাজ্যের SC/ST শিক্ষার্থীদের জন্য দেওয়া হয়। তবে এই স্কলারশিপে আবেদন করার জন্য শিক্ষার্থীদের কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে, সেগুলি হল-
- আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারী শিক্ষার্থীর পারিবারিক আয় সর্বোচ্চ ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।
- আবেদনকারী শিক্ষার্থীকে নবম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে পাঠরত হতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই SC/ ST ক্যাটাগরি অন্তর্ভুক্ত হতে হবে।
- SC ক্যাটাগরির শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক পাস বা শেষ পরীক্ষায় অন্তত ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।
- ST ক্যাটাগরির শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক পাস বা শেষ পরীক্ষায় ৪৫ শতাংশ নম্বর থাকতে হবে।
আবেদন পদ্ধতি
বর্তমানের তথ্য অনুযায়ী এই স্কলারশিপের সুবিধা ভোগ করছে পশ্চিমবঙ্গের ৪১০ জন SC/ST ক্যাটাগরির শিক্ষার্থীরা। যেসব শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য যোগ্য তাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকার মাধ্যমে আবেদন করতে হবে। বিদ্যালয় থেকে স্কলারশিপের ফর্ম নিতে হবে এবং তা পূরণ করেই জমা দিতে। তারপর তাদের ব্যাংক একাউন্টে সরাসরি স্কলারশিপের টাকা দিয়ে দেওয়া হয়। তবে এক্ষেত্রে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যে সকল শিক্ষার্থী স্কলারশিপ এর জন্য বিবেচিত হবে শুধুমাত্র তাদের একাউন্টেই সরাসরি ৫,০০০ টাকা প্রদান করা হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট
স্কলারশিপের আবেদন করার জন্য শিক্ষার্থীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ রকমের জমা দিতে হয়, সেগুলি হল-
- আধার কার্ড
- কাস্ট সার্টিফিকেট
- পরীক্ষার রেজাল্টের জেরক্স কপি
- পরিবারের ইনকাম সার্টিফিকেট
- শিক্ষার্থীদের নিজস্ব ব্যাংক একাউন্টের তথ্য
ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।