প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে স্পষ্ট রায় দিল সুপ্রিম কোর্ট। ইতিমধ্যেই দেশের সর্বোচ্চ আদালত B.Ed প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রার্থীদের প্রাথমিক স্কুলের শিক্ষক পদে নিয়োগের অংশগ্রহণ করা নিয়ে বিশেষ রায় ঘোষণা করলেন। বহুদিন ধরে সুপ্রিম কোর্টে B.Ed এবং D.EL.ED এর মামলা চলছিল। এদিন সোমবার সুপ্রিম কোর্টের সেই মামলার সুনামি ছিল। এদিন আদালত স্পষ্ট ভাবে তার রায় ঘোষণা করল। কি রায় ঘোষণা করল? এর ফলে কি হবে? এ সমস্ত একাধিক বিষয় নিয়ে আজকে আমরা এ প্রতিবেদনে আলোচনা করব আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পরবেন।
B.Ed প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের প্রাথমিক শিক্ষক নিয়োগে অংশগ্রহণের কি রায় দিল কোর্ট?
বহুদিন ধরেই সুপ্রিম কোর্টে B.Ed এবং D.EL.ED এর মামলা চলছিল। তারাই সুনামি ঘোষণা করল সুপ্রিম কোর্ট। এদিন আদালত স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে ১১ আগস্ট ২০২৩ তারিখের আগে প্রাথমিক নিয়োগপ্রাপ্ত সমস্ত বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের চাকরি বহাল থাকবে। মানে ২০২৩ সালের ১১ই আগস্ট এর আগে যারা চাকরি পেয়েছে B.Ed কোর্স করা প্রার্থীরা, তাদের চাকরি থাকবে।
আসলে ২০১৮ সালের NCT বিজ্ঞপ্তি আগে খারিজ করেছিল সুপ্রিম কোর্ট থেকে। ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেই দেশের বিভিন্ন রাজ্যের D.EL.ED চাকরিপ্রার্থীরা প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে বলে মামলা দায়ের করেছিল। সেই মামলার সুনামিতেই জয় হল D.EL.ED প্রশিক্ষণ দপ্তর চাকরিপ্রার্থীদের। এবার আর B.Ed প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। B.Ed প্রশিক্ষণ প্রাপ্তরা উচ্চস্তর বিদ্যালয় গুলিতে শিক্ষক পদে চাকরির জন্য আবেদন করতে পারবে। আর D.EL.ED প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় আবেদন করতে পারবে।
আরও পড়ুন: WBPSC Clerkship 2024 Exam Date: ক্লার্কশিপ নিয়োগের পরীক্ষা কবে হবে?
ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।