খবর সুত্রে জানা যাচ্ছে যে তরুন তিওয়ারির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু গ্রেফতার হওয়ার কারণ কি? এক ব্যবসায়ীর থেকে জোর করে টাকা তোলার অভিযোগে শুক্রবারে পোস্তা থানার হাতে গ্রেফতার হয়েছেন এই তিওয়ারি।
জানা যাচ্ছে যে রাজ্য যুব তৃণমূলের সম্পাদক তরুণ তিওয়ারি নাকি দলের শীর্ষ নেতার নাম করে শহরের ব্যবসায়ীর কাছ থেকে তোলা চাওয়ার মত কাজ করেছে। আর এই গুরুতর অভিযোগই উঠেছে তার বিরুদ্ধে। এই কারণেই তাকে পদ থেকে সরানো হয়েছে এবং তার ওপর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
বেশ কিছুদিন আগেই এই তরুণ তিয়ারির বিরুদ্ধে এ তোলাবাজির অভিযোগ উঠেছিল। ব্যবসায়ী শচীন পাটিল অভিযোগ করেছিলেন যে, এক ব্যবসা সংক্রান্ত মামলা নিষ্পত্তির আশ্বাস দিয়ে তার থেকে প্রায় ৬ লক্ষ টাকা চেয়েছিলেন তরুণ। তবে তিনি তরুণ কে 2.5 লক্ষ টাকা দিয়েও ছিলেন। তাকে নাকি তৃণমূলের এক শীর্ষ নেতার নাম করে ভয় দেখিয়ে ছিলেন তরুণ। তারপর তিনি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তরুণের নামে।
অন্যদিকে তরুণের দাবি ছিল যে সেই ব্যবসায়ী নাকি তাকে নিজের স্বার্থসিদ্ধির জন্যই টাকা দিতে চেয়েছিলেন কিন্তু তিনি টাকা নেন নি। তিনি আরো বলেন যে তাকে নাকি ফাঁসানো হচ্ছে। এই অভিযোগের পাল্টা অভিযোগে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি এবং এখানে বিরোধীরা সরব হয়েছিলেন।
তবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বারবার বার্তা দিয়ে এসেছেন যে, কোন অনৈতিক কাজ বরদাস্ত করবে না সকলকে নিয়ে মানুষের সঙ্গে থাকতে হবে। সাধারণ মানুষের সমস্ত অভাব অভিযোগ মেটানোই হবে কাজ। তবে তরুণের এই কার্যকলাপে প্রায় অস্বস্তিতে পড়েছিল দল, ফলে তাকে সাসপেন্ড করে দেওয়া হয় দলের তরফ থেকে। তবে এখনো পর্যন্ত কিন্তু এ বিষয় নিয়ে তরুণ তিওয়ারির কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বর্তমান খবর অনুযায়ী জানা যাচ্ছে যে শুক্রবার পোস্তা থানার হাতে গ্রেপ্তার হয়েছেন এই তরুণ তিওয়ারি।
সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।