অমিত সরকার, কলকাতা: দেশবাসীর মধ্যে যারা পেট্রোল-ডিজেলের উপর নির্ভরশীল তারা স্বস্তি পেল। কারণ শুক্রবার সকাল সকাল বেশ কয়েকটি শহরে পেট্রোল ও ডিজেলের দাম কমেছে। এমনিতেই সকলের মূল্যবৃদ্ধির জন্য চলা ভারী কষ্টকর। তারপর হুহু করে বেড়েই চলেছে বিভিন্ন জ্বালানি তেলের দাম। এরকম অবস্থায় বেশিরভাগ মানুষেরই চিন্তা থাকে যে অন্যান্য জিনিস কিনবে না গাড়ির তেল ভরবে। তবে সকলকে অবাক করে দিয়ে আজ সকাল সকাল পেট্রোল-ডিজেলের দাম অনেকটাই কমে গিয়েছে। তাহলে দেখে নিন আজকে পেট্রোল ডিজেলের দাম কত টাকা।
পেট্রোল ও ডিজেলের দাম
সর্বশেষ আপডেট অনুযায়ী সাতটি জেলায় পেট্রোলের দাম কমলেও আজ শুক্রবার কালিম্পং, উত্তর দিনাজপুর, নদীয়ায়, সবথেকে বেশি পরিমাণে বেড়েছে পেট্রোলের দাম। আজকে আমরা দেখে নেব সমগ্র দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ জেলাগুলিতে জ্বালানির দাম কত করে যাচ্ছে।
- কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ১০৫.১ টাকা এবং এক লিটার ডিজেলের দাম ৯১.৮২ টাকা।
- হাওড়ায় এক লিটার পেট্রোলের দাম ১০৫.১ টাকা এবং ১ লিটার ডিজেলের দাম ৯১.৮১ টাকা।
- হুগলিতে এক লিটার পেট্রলের দাম ১০৫.৬৩ টাকা এবং ১ লিটার ডিজেলের দাম ৯২.৩৯ টাকা।
- নদীয়ার এক লিটার পেট্রোলের দাম ১০৬.৩১ টাকা এবং ডিজেলের দাম ৯৩.১৩ টাকা।
- মুর্শিদাবাদের এক লিটার পেট্রোলের দাম ১০৫.৪ টাকা এবং ১ লিটার ডিজেলের দাম ৯১.৮৫ টাকা।
- উত্তর ২৪ পরগনায় পেট্রোলের দাম লিটার প্রতি ১০৫.৫৮ টাকা এবং ১ লিটার ডিজেলের দাম ৯২.৩৫ টাকা।
- দক্ষিণ ২৪ পরগনায় এক লিটার পেট্রোলের দাম ১০৫.২৯ টাকা এবং ডিজেলের দাম ৯২.৮ টাকা।
- পশ্চিম বর্ধমানের এক লিটার পেট্রোলের দাম ১০৫.২৪ টাকা এবং ১ লিটার ডিজেলের দাম ৯২.৪ টাকা।
উত্তরবঙ্গে তেলের দাম
- উত্তর দিনাজপুরে এক লিটার পেট্রোলের দাম ১০৫.৯১ টাকা এবং ১ লিটার ডিজেলের দাম ৯২.৬৫ টাকা।
- কালিম্পং এ ১ লিটার পেট্রোলের দাম ১০৫.৯২ টাকা এবং এক লিটার ডিজেলের দাম ৯২.৪৮ টাকা।
অন্যান্য শহরে তেলের দাম
- দিল্লিতে আজ এক লিটার পেট্রোলের দাম ৯৪.৭৭ টাকা এবং ১ লিটার ডিজেলের দাম ৮৭.৬৭ টাকা।
- অন্ধ্রপ্রদেশে এক মিটার পেট্রোলের দাম ১০৯.৯২ টাকা এবং ১ লিটার ডিজেলের দাম ৯৭.৬৪ টাকা।
- আগ্রাতে এক লিটার পেট্রোলের দাম ৯৪.৪৮ টাকা এবং ১ লিটার ডিজেলের দাম ৮৭.৫৪ টাকা।
- মুম্বাইতে এক লিটার পেট্রোলের দাম ১০৩.৪৪ টাকা এবং ডিজেলের দাম ৮৯.৯৭ টাকা।
- চেন্নাইতে এক লিটার পেট্রোলের দাম ১০০.৯৫ টাকা এবং ১ লিটার ডিজেলের দাম ৯২.৩৯ টাকা।
- ছত্রিশগড়ে এক লিটার পেট্রোলের দাম ১০০.৯৭ টাকা এবং এক লিটার ডিজেলের দাম ৯৩.৯০ টাকা।
- নয়ডাতে এক লিটার পেট্রোলের দাম ৯৪.৮৩ টাকা এবং ১ লিটার ডিজেলের দাম সপ্তার ৯৬ টাকা।
- গুরুগ্রামে এক লিটার পেট্রোলের দাম ৯৫.১৯ টাকা এবং ১ লিটার ডিজেলের দাম ৮৭.৫ টাকা।
ঘরে বসে তেলের দাম জানবেন কিভাবে?
এখন যেকোনো ব্যক্তি নিজের ঘরে বসেই জানতে পারবে যে আজকে তেলের দাম কত চলছে। এর জন্য বিপণন সংস্থাগুলির ওয়েবসাইটে যেতে হবে বা এসএমএস পাঠাতে হবে। আপনি যদি ইন্ডিয়ান অয়েলের গ্রাহক হয়ে থাকেন তাহলে আরএসপি দিয়ে সিটি কোড লিখে 9224992249 নম্বরে অথবা ৯২২৩১১২২২২ নম্বরে এসএমএস পাঠাতে পারেন। যদি কোন ব্যক্তি বিপিসিএলের গ্রাহক হয়ে থাকে তাহলে আরএসপি লিখে নম্বরে এসএমএস পাঠাতে পারেন।