অমিত সরকার, কলকাতা: বাংলার এই কখনো শীত, কখনো গরমের মধ্যে দেখে নেব আজ আবহাওয়া ঠিক তেমন যাবে। আজ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু চড়া রোদে বাড়ি থেকে বেরোনো দায় হয়ে পরেছে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী জানা গেছে যে বাংলার দিকে ধেয়ে আসছে এক বিরাট দুর্যোগ। আসলে বাংলায় ঝড়-বৃষ্টি হতে চলেছে। আজ শনিবার আবারও নিম্নমুখী হতে চলেছে তাপমাত্রা। তবে আগামী কয়েক দিনের শীতের আমেজ থাকবে বলে জানায় আবহাওয়া দপ্তর। তবে এবার দেখে নেব গোটা বাংলা জুড়ে আজ আবহাওয়া কেমন থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের আবহাওয়া ঠিক কেমন থাকবে। আজ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নাম তাপমাত্রা নেমে যেতে পারে। এছাড়া বেশ কিছু জায়গায় কুয়াশার সম্ভাবনা থাকবে। কুয়াশা দেখা যাবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের আবহাওয়ায় বেশ কিছু বদল এখনো দেখা যায়নি। এখানকার বেশিরভাগ জায়গাতেই শীত ভালোই থাকছে। তবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে যথেষ্ট পরিমাণ শীত লক্ষ্য করা যাবে। এছাড়া এই জায়গা গুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে উত্তরবঙ্গের মোটামুটি সব জায়গাতেই একটু বেশি শীতের আমেজ অনুভব করবে মানুষ।