অমিত সরকার, কলকাতা: বাংলার আবহাওয়া প্রতিনিয়তই বদলাচ্ছে। কখনো ঠান্ডা কখনো গরম আবার কখনো মনোরম পরিবেশ এই হল আবহাওয়ার পরিস্থিতি। তবে হাওয়া অফিসের খবর অনুযায়ী আগামী দিনে তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে যাবে বলে ইঙ্গিত দিয়েছে। তবে বর্তমানে তাপমাত্রা যে একেবারেই কমবে না, সেটাও কিন্তু বলা যাচ্ছে না। যাইহোক এবার আমরা দেখে নেব গোটা বাংলার আবহাওয়া ঠিক কেমন থাকবে আজকে।
আবহাওয়া বিশেষজ্ঞরা পূর্বভাস দিয়েছেন যে এই চলতি মার্চ মাসে নাকি তীব্র তাপদাহ দেখা দিতে পারে। ছুটির দিনে সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে বৃষ্টি হবে নাকি গরম সে ব্যাপারে এবার জেনে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া অফিসের খবর অনুযায়ী দক্ষিণ বঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। তবে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার আসার কথা থাকলেও গোটা দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ধীরে বাড়বে। তবে আপাতত কোন বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিভিন্ন জেলাগুলিতে তাপমাত্রা ৩৭ ডিগ্রী পর্যন্ত বাড়তে পারে বলে জানা গেছে। দক্ষিণবঙ্গে আগামী দিনগুলিতে তাপমাত্রা ওঠানামা করতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী। এছাড়া দার্জিলিং ও কালিম্পং এর বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ জোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য অঞ্চলে বর্তমানে বৃষ্টির কোন পূর্বাভাস নেই তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো ঠান্ডা বেশ অনুভূতি হবে।