অমিত সরকার, কলকাতা: দোলের আগে যেন বাংলায় পড়েছে গরমের দাপট। কিছু বছর আগেও দোলের সময় সকলেই হালকা শীত অনুভব করত কিন্তু এখন যেন সে সব অতীত। যদিও বাংলার মানুষ রাতের বেলায় শীত অনুভব করলেও দিনের বেলা কিন্তু গরমে ঘামতে থাকেন। হাওয়া অফিসের খবর অনুযায়ী বাংলা একদম অফিশিয়ালি গ্রীষ্মকালে পদার্পণ করে গিয়েছে। এছাড়া বাংলার কিছু জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে আজ দেখে নেব বাংলার আবহাওয়া কেমন থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার আবহাওয়া কিন্তু শুষ্ক। তবে সকালের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঠান্ডা শুষ্ক উত্তরে হওয়া বইবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু গরমও বৃদ্ধি পাবে। হাওয়া অফিসের খবর অনুযায়ী দক্ষিণবঙ্গের দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে দোল পূর্ণিমা অথবা হোলির সময় কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাবে। তবে বর্তমানে মৎস্যজীবীদের জন্য আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কোনো রকম সতর্কতা জারি করা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়া মোটেও এক নয়, উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।