অমিত সরকার, কলকাতা: অবশেষে বাংলায় নতুন করে জাঁকিয়ে শীত পড়তে চলেছে। আলিপুর হাওয়া অফিসের খবর অনুযায়ী বাংলায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ২৫ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে থাকবে। বর্তমানে যে শীত রয়েছে তাতেই কাঁপছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের মানুষ। বর্তমানে সকলেই বেশ ঠান্ডা উপভোগ করছেন। পশ্চিমী ঝঞ্ঝা থাকা সত্ত্বেও রাজ্যে ঢুকেছে উত্তুরে হাওয়া যার ফলের শীতের তীব্রতা ফিরে আসছে। আজ শনিবার অর্থাৎ সপ্তাহের শেষ দিন আজও কিন্তু জেলায় জেলায় শীত এবং কুয়াশার তীব্রতা বজায় থাকবে বলে আবহাওয়া দপ্তর খবর। তাহলে জানুন আজকে সারাদিন কেমন থাকবে আবহাওয়া।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকের আবহাওয়া ঠিক কেমন থাকবে। আবহাওয়া সূত্রে খবর দক্ষিণবঙ্গে কুয়াশাচ্ছন্ন সকাল আর উত্তুরে হওয়ার কাঁপুনি বইছে। তবে এই সৈত্যপ্রবাহ আর কতদিন চলবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশা দাপট থাকবে। ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে পশ্চিম বর্ধমান, নদীয়া, বীরভূম, ও মুর্শিদাবাদ জেলা। এছাড়া আজ কলকাতার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি থাকবে। আর যে সমস্ত জেলাগুলিতে সব থেকে বেশি শীত পরবে সেই সমস্ত জেলাগুলি হল পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ও মুর্শিদাবাদ। এই জেলাগুলির তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই জেলার গুলিতেও ঘন কুয়াশা ও খুব শীত পড়ার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশা ও ঠান্ডার জন্য উত্তরবঙ্গের চারটি জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। হলুদ সর্তকতা জারি করা জেলাগুলি হল উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, এবং কোচবিহার।