অমিত সরকার, কলকাতা: আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সমস্ত বাংলা জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আবহাওয়া ঠিক কেমন যাচ্ছে সেটা একদমই বোঝা যাচ্ছে না, শীতে না গরম নাকি বর্ষা কিছুই বোঝা যাচ্ছে না। কারণ ভোরের দিকে কুয়াশা এবং ঠান্ডা তো রয়েছে এবং সারাদিন মেঘলা আকাশ আবার কিছু কিছু জায়গায় বৃষ্টিও হয়েছে। সব মিলিয়ে ওয়েদার মোটামুটি ঠান্ডা ঠান্ডা রয়েছে। তবে বুধবার কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে আজ বৃহস্পতিবার আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজও বেশ কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ আমরা দেখে নেব গোটা বাংলা জুড়ে আবহাওয়া ঠিক কেমন যাবে এবং বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দপ্তর ইঙ্গিত দিয়েছেন যে বঙ্গোপসাগর থেকে নিম্ন ট্রপোস্ফিয়ার স্তরে তীব্র আদ্রতা প্রবেশের কারণে বেশ কিছু অংশে মাঝারি বৃষ্টিপাত এবং দমকা হাওয়া এবং সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সেই কারণেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কমলা এবং হলুদ সতর্কতা ও জারি করেছে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি ও পশ্চিম মেদিনীপুর জেলায়। আর এই সমস্ত জেলাগুলিতে কমলা সর্তকতা জারি করা হয়েছে। হলুদ সর্তকতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং কলকাতায়। এ সমস্ত জায়গায় বজ্র বিদ্যুতের সঙ্গে হাওয়া বইবে ৩০ থেকে ৪০ কিমি বেগে। অর্থাৎ দক্ষিণবঙ্গের মানুষদের আকাশের পরিবেশের পরিস্থিতি দেখেই বাড়ি থেকে বের হওয়া উচিত।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় এখনো ভালোই ঠান্ডা অনুভব হয় সকালের দিকে। তবে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং এ বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। আপাতত আজ উত্তরবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় সকালের দিকে বেশ কুয়াশা ও লক্ষ্য করা গেছে।