অমিত সরকার, কলকাতা: আবারো আবহাওয়ার ভোল বদল। সম্প্রতি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে গোটা বাংলায় নতুন করে আরো একবার কুয়াশা ঢেকে যেতে চলেছে বেশিরভাগ জেলা। হ্যাঁ এটা একদমই ঠিক, এই কদিন বৃষ্টি চলছিল, এবার আবারো ফিরে আসার সম্ভাবনা রয়েছে ঘন কুয়াশার। আজ মঙ্গলবার বাংলার বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেজন্য জারি করা হয়েছে হলুদ সর্তকতা। একদিকে বৃষ্টি, আর একদিকে শীত দুটোই যেন যেতে চাইছে না। ভোরের দিকে মানুষের গায়ে গরম জামা রাখতে হবে এবং সঙ্গে কিন্তু ছাতা ও রাখতে হবে, না হলেই বিপদ। তাহলে আজ দেখে নিই যে সারাদিন সমগ্র বাংলার আবহাওয়া ঠিক কেমন থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বেশ কয়েকদিন যাবত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তবে বর্তমানে কয়েকদিন দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবং সঙ্গে তাপমাত্রা ও বেশ খানিকটা কমে যাবে আর বাড়তে পারে ঘন কুয়াশা। যে সমস্ত জেলাগুলিতে ঘন কুয়াশা দেখা যাবে সেগুলো হল দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। এই জায়গা গুলিতে কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে যেতে পারে ২০০ মিটারের নীচে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আমরা দেখে নেব আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ উত্তরবঙ্গের আবহাওয়া ঠিক কেমন যাবে। আবহাওয়া খবর অনুযায়ী উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সেই জেলাগুলি হল আলিপুরদুয়ার, জলপাইগুড়ির, দার্জিলিং, এবং কালিম্পং। এছাড়া দার্জিলিং এর বেশ কিছু জায়গাতে আবার তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।