অমিত সরকার, কলকাতা: বৃষ্টির কয়েকদিন তাপমাত্রা কমে যাওয়ার পর আবারো পুনরায় বাংলার তাপমাত্রা বাড়তে চলেছে। তবে বাংলার উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলি তাপমাত্রা মনোরম থাকলেও দক্ষিণবঙ্গের মানুষের কিন্তু গরমে অতিষ্ঠ করার দিন আসতে চলেছে। হাওয়া অফিস জানিয়েছে দিন দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, এছাড়া বৃষ্টির সম্ভাবনা কমবে। আকাশ থাকবে আংশিক মেঘলা। আজ জেনে নিব আজ বুধবার সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ থেকে মোটামুটি গরম পড়তে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তবে হাওয়া অফিসের খবর অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের তিন জেলায় যেমন বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি নয় বৃষ্টির সঙ্গে থাকবে বজ্র বিদ্যুৎ। এই কারণে সে সমস্ত জায়গা গুলোতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু বাড়তে চলেছে তবে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আজ থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আগামী কয়েক দিন তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, তা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। হাওয়া অফিসের খবর অনুযায়ী ৩১ মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতে কিন্তু বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়া
আপাতত উত্তরবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির কোন পূর্বাভাস নেই। হাওয়া অফিসের খবর অনুযায়ী উত্তরবঙ্গের তাপমাত্রা বাড়তে চলেছে। তবে উত্তরবঙ্গে ২৮ মার্চ বৃষ্টি হতে পারে, দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে। তারপরে নাকি আবারো আবহাওয়া শুষ্ক থাকবে।