রাজ্যের দুই জেলায় আবারো ঝড়ো বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়া খবর

Published on:

today weather west bengal 27-03-2025

অমিত সরকার, কলকাতা: মার্চ মাস থেকে কিন্তু রাজ্যে দেখা গেছে ভীষণ গরম। আর এই গরম অনেক মানুষের কাছে কিন্তু অপ্রিয়। যদিও ভোরের দিকে সকালের দিকে মনোরম আবহাওয়া, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের ঝলকানি দেখা যায়। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে সপ্তাহের শেষের দিকে সর্বোচ্চ তাপমাত্রা 36° সেলসিয়াস ছাড়িয়ে যাবে। তবে সময় নষ্ট না করে দেখে নেব আজ সারাদিন গোটা বাংলার আবহাওয়া কেমন থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

হাওয়া অফিসের তথ্য অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে থাকবে। এছাড়া দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেই কিন্তু রাতের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। হাওয়া অফিসের খবর অনুযায়ী আজ থেকেই আগামী কয়েক দিনের মধ্যে জেলাগুলির তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। এছাড়া সপ্তাহের শেষে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এর বেশি। দক্ষিণ বঙ্গের বেশ কিছু জেলায় বিশেষ করে পশ্চিমাঞ্চলে, তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে তবে এখন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোনরকম বৃষ্টির পূর্বাভাস নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের বেশ প্রতিটি জেলায় সকালের দিকে এবং ভোরের দিকে আবহাওয়া বেশ মনোরম থাকছে। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ধীরে ধীরে তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গের দার্জিলিং এর সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া শুক্র-শনিবার উত্তরবঙ্গের উচ্চাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।