UGC NET Exam City Out: প্রকাশিত হয়েছে NET Exam City

UGC NET Exam City Out

অবশেষে প্রকাশিত হয়েছে UGC NET পরীক্ষার শহর। UGC NET পরীক্ষা ২১শে আগস্ট থেকে ৪ই সেপ্টেম্বর পর্যন্ত আয়োজন করা হয়েছে। পরীক্ষার্থীরা এখন তারা নিজেদের পরীক্ষার শহর, পরীক্ষা তিথি এবং শিফ্ট সম্পর্কে তথ্য দেখে নিতে পারে।

আসলে UGC NET পরীক্ষার জন্য ২০ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়েছিল। এবং পরীক্ষাটি হওয়ার কথা ছিল ১৪ ই জুন। তবে বর্তমানে সেই পরীক্ষা ২১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার্থীরা আজ থেকেই তাদের পরীক্ষার শহর এবং কোন তারিখে কোন শিফটে পরীক্ষা হবে তা দেখে নিতে পারবে।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা পরীক্ষার সিটি স্লিপ প্রকাশ করা হয়েছে। তবে সে পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের যে অ্যাডমিট কার্ড প্রয়োজন সেই এডমিট কার্ড পরীক্ষার ২ দিন আগে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কিন্তু সেই অ্যাডমিট কার্ড সংগ্রহ করে এবং সঙ্গে আইডি প্রুফ একটি ডকুমেন্টস নিয়ে পরীক্ষার স্থানে যেতে হবে। পরীক্ষার্থীদের পরীক্ষার শহর জানার জন্য অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ লাগবে।

UGC NET পরীক্ষা ২১ শে আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত হবে। তবে এই পরীক্ষাটি দুটি শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটটি সকাল ৯’টা থেকে দুপুর ১২ পর্যন্ত হবে এবং দ্বিতীয় শিফটটি ৩ টা থেকে ৬ টা পর্যন্ত হবে। পরীক্ষার দশ দিন আগে কিন্তু এই পরীক্ষার সিটি প্রকাশ করা হয়ে থাকে। সেজন্য সেই নিয়ম অনুযায়ী ২১, ২২ এবং ২৩শে আগস্ট যে পরীক্ষা গুলি হবে তার এক্সাম সিটি স্লিপ ১৩ই আগস্ট জারি করা হয়েছে। এডমিট কার্ড প্রকাশ করা হবে পরীক্ষার ঠিক দুদিন আগে। তখন ছাত্ররা নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে।

আরও পড়ুন: WB SET 2024: অনলাইনে আবেদন শুরু, জানুন আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য বিষয়

UGC NET পরীক্ষার সিটি চেক করার প্রক্রিয়া

UGC NET পরীক্ষার সিটি চেক করার জন্য ছাত্রছাত্রীদের প্রয়োজন এপ্লিকেশন নম্বর এবং জন্ম তারিখ। সবার আগে ইউজিসি নেটের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর UGC NET City Intimation Slip 2024 Exam এর লিংকে ক্লিক করতে হবে তারপর একটি নতুন পেজ খুলবে সেখানে এপ্লিকেশন নম্বর এবং জন্ম তারিখ এবং ক্যাপচা কোড দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপর স্ক্রীনে UGC NET পরীক্ষার শহরের তালিকা চলে আসবে তখন প্রার্থীকে দেখে নিতে হবে।

শেয়ার করুন

শেয়ার করুন

সর্বশেষ আপডেট