জানা গেছে বিনা শর্তে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শেষ করতে সমঝোতায় রাজি পুতিন। এমনকি তিনি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও আপোষ করতে রাজি তা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট।
১৯৮৭ সালে ট্রাম্প ‘দ্যা আর্ট অফ ডিল’ বইটি লিখেছিলেন। তারপর থেকেই যেকোনো চুক্তি সম্পন্ন করার জন্য নিজেকে শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে দাবি করে থাকেন তিনি। তিনি এও দাবি করেছেন যে রুশ ইউক্রেন যুদ্ধ থামানোর ক্ষমতা তার আছে। কিভাবে তা তিনি সম্পূর্ণ করবেন সে সম্পর্কে একটি শব্দও করেননি।
অপরদিকে জাতীয় সংবাদ মাধ্যমের দেওয়া একটি বার্ষিক প্রশ্ন উত্তর পর্বে রাশিয়ার প্রেসিডেন্ট জানান ট্রাম্পের সঙ্গে দেখা করতে তিনি তৈরি রয়েছেন। পুতিনের কথায়, আমি জানিনা আমরা কখন বা কবে কোথায় দেখা করব। কারণ এ বিষয়ে নাকি এখনো পর্যন্ত কিছু জানাননি এবং গত চার বছরের বেশি সময় ধরে কারো সঙ্গে কারো যোগাযোগ নেই।
আরো জানান যে ২০২২ সালে ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে রাশিয়া আরো শক্তিশালী হয়েছে। ২০২২ সালে নয়, ইউক্রেনে তারও আগে হামলা করা উচিত ছিল বলে মনে করেন পুতিন। বিশ্বের দরবারে তিনি প্রমাণ করতে চান যে রাশিয়া কোনভাবে দুর্বল নয়। তিনি আরো বলেন যে আমরা ইউক্রেনের সঙ্গে আপোষ এবং সমঝোতা করতে প্রস্তুত। তবে ইউক্রেনে তাদের নির্দিষ্ট টার্গেট অর্জন করতে সফল হয়েছে রুশসেনা। তিনি আরো বলেন যে আমরা তো সমঝোতা করার জন্য প্রস্তুত কিন্তু উল্টো দিকের দেশটি কেউ আপোষ এবং সমঝোতার জন্য তৈরি থাকতে হবে।
সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।