সম্প্রতি রাজ্যের হাইকোর্টের তরফ থেকে একাধিক শূন্য পদে আপার প্রাইমারি স্তরে নিয়োগের জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য। দীর্ঘ ৮ বছরের জটিলতা বাদ দিয়ে প্রায় ১৪,০০০ পদে রাজ্যে তরফ থেকে আপার প্রাইমারি নিয়োগ হতে চলেছে। জানা গেছে আগামী দু মাসের মধ্যেই এই নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থী যুবক-যুবতীরা হাইকোর্টের এই নির্দেশে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। কি সেই নির্দেশ এ বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদন আপনারা সম্পন্ন প্রতিবেদনটি পড়বেন।
রাজ্যের উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রয়েছে নানা রকম জটিলতা। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য দীর্ঘদিন ধরে হাইকোর্টে মামলা চলছিল, তবে সেই মামলা হাইকোর্টের তরফ থেকে স্থগিত রাখা হয়।গত ১৮ জুলাই বাংলার শেষ শুনানি দেওয়া হয়। আর এই নির্দেশ অনুযায়ী স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে ১৪,৩৩৯ টি শূন্য পদের জন্য ১৩,৩৩৪ জনের মোট মেধা তালিকা প্রকাশ করা হয়। শিক্ষা ক্ষেত্রের চাকরির দিক থেকে দুর্নীতি এতটাই বেড়ে গেছে যে সে কারণে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে পড়েছিল। এই দুর্নীতির মাধ্যমে অনেক শিক্ষক নিজেদের চাকরি হারিয়েছেন। এছাড়াও এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অসচ্ছতা এবং চূড়ান্ত অনিয়মের কারণে হাইকোর্টের তরফ থেকে একটি প্যানেলের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করা হয়েছে।
এর আগে কমিশনের তরফ থেকে প্যানেলে নাম থাকা যে সকল ব্যক্তির কাউন্সিলিং করানো হয়েছিল এবং নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছিল তাদের পুনরায় নাম উল্লেখ করে কাউন্সিলিংয়ের জন্য ডাকা হবে। আগেরবারের কাউন্সেলিং এর অংশগ্রহণ করা ১৪৬৩ জন যাতে চলতি নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ না পরে সেদিকে কড়া নির্দেশিকা জারি করেছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের তরফ থেকে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছে যে আগামী চার সপ্তাহের মধ্যে আবেদনকারী প্রার্থীদের মেধা তালিকা প্রস্তুত করে অবিলম্বে প্রকাশ করতে হবে। তারপর প্যানেলে নাম থাকা প্রার্থীদের দ্রুত নিয়োগ নেওয়া হবে এবং খুব শীঘ্রই কাউন্সেলিং ও শুরু করতে হবে। আসলে কলকাতা হাইকোর্ট, শিক্ষক শিক্ষিকারা যাতে নিয়োগপত্র হাতে পেয়ে কাজে যোগদান করতে পারে সেই দিকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছে। হাইকোর্টের এই নির্দেশ শুনে সমস্ত চাকরিপ্রার্থী যুবক-যুবতীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এবং আশার আলো দেখতে পাচ্ছে।
আরও পড়ুন: ISRO তে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা নিম্নতম মাধ্যমিক