UPSC NDA 2 Recruitment 2024: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পক্ষ থেকে ন্যাশনাল ডিফেন্স একাডেমী এবং নেভাল একাডেমি পরীক্ষা 2024 অনলাইন আবেদনের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। সে বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীরা অনলাইনের মাধ্যমে তাদের আবেদন জানাতে পারবে। এক্ষেত্রে ভারতবর্ষে যে কোন জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে। আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনার সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।
সুচিপত্র
UPSC NDA 2 Recruitment 2024
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সে বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক শূন্য পদে Lieutenant (Officer) পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র অবিবাহিত পুরুষ ও মহিলারাই আবেদন করতে পারবে। আজকের এই প্রতিবেদন থেকে আমরা দেখে নেব যে আবেদন করতে হলে কি কি যোগ্যতা লাগবে? আবেদনকারীর বয়স সীমা কত কি হতে হবে? আবেদনের লাস্ট ডেট কবে? এ সমস্ত বিষয়।
পদের নাম
সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক শূন্যপদে Lieutenant Officer পদে কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা এ পদে চাইলে আবেদন করতে পারেন।
মোট শূন্যপদ সংখ্যা
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে মোট ৪০৪ টি শুন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
National Defence Academy – এক্ষেত্রে মোট ৩৪২ টি শূন্য পদ রয়েছে। কোন পোস্টে কতগুলো শূন্য পদ রয়েছে তার নীচে দেওয়া হল।
Army– এ পদের ক্ষেত্রে মোট ২০৮ টি শূন্য পদ রয়েছে। যার মধ্যে মহিলাদের জন্য ১০ টি শূন্য পদ ধার্য করা রয়েছে।
Navy– এই পদের ক্ষেত্রে মোট ৪২ টি শূন্য পর ধার্য করা রয়েছে। তার মধ্যে ৬ টি শূন্য পদ হলো মহিলাদের জন্য।
Air Force – এক্ষেত্রে শূন্য পদের সংখ্যা ১২০ টি।
(১) Flying পোষ্টের জন্য ৯২ টি শূন্য পদ রয়েছে, যার মধ্যে ২ টি শূন্য পদ মহিলাদের জন্য রয়েছে।
(২) Ground Duties (Tech)- এক্ষেত্রে মোট ১৮ টি শূন্য পদ রয়েছে, যার মধ্যে ২ টি শূন্য পদ মহিলাদের জন্য ধার্য করা আছে।
(৩) Ground Duties (Non Tech)- এক্ষেত্রে মোট ১০ টি শূন্য পদ রয়েছে। যার মধ্যে মহিলাদের জন্য রয়েছে ২ টি শুন্য পদ।
Naval Academy (10+2 Cadet Entry Scheme)– এক্ষেত্রে মোট ৩৪ টি শূন্য পদ রয়েছে যার মধ্যে পাঁচটি মহিলাদের জন্য ধার্য করা আছে।
বয়স সীমা
সংস্থার অফিসার বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীদের বয়স সীমা ন্যূনতম ১৫ বছর থেকে সর্বোচ্চ ১৮ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ আবেদনকারীদের জন্ম তারিখ ২ রা জানুয়ারি ২০০৬ থেকে ১ লা জানুয়ারি ২০০৯ এর মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
- Army Wing- এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে।
- Air Force/Wing- এ ক্ষেত্রেও প্রার্থীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, মেথামেটিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে।
- Naval Academy (NA)- প্রার্থীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে।
আবেদন মূল্য
- Gen/OBC/ EWS- প্রার্থীদের ২০০ টাকা করে আবেদন ফি দিতে হবে।
- SC/ST/Sons of JCOs/ORs/Female – প্রার্থীদের কোন আবেদন ফি জমা করতে হবে না।
- এক্ষেত্রে আবেদন ফী অনলাইনের মাধ্যমে জমা করতে হবে।
নিয়োগ পদ্ধতি
উপরোক্ত পদগুলিতে নিয়োগের জন্য আবেদনকারীদের প্রথম লিখিত পরীক্ষা নেওয়া হবে তারপর সার্ভিস সিলেকশন বোর্ড (SSB -900 মার্কস) , ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন এর মাধ্যমে যোগ্য ও সঠিক প্রার্থীকে নিয়োগ করা হবে।
পরীক্ষার প্যাটার্ন
- পেপার ১: গণিত বিষয়ে নম্বর থাকবে ৩০০ এবং সময় থাকবে ২.৫ ঘন্টা।
- পেপার ২: সাধারণ যোগ্যতা পরীক্ষার ক্ষেত্রে টোটাল নম্বর থাকছে ৬০০ (ইংরেজি ২০০, GK ৪০০) , এক্ষেত্রে সময় থাকবে ২.৫ ঘন্টা।
আবেদনের সময় সীমা
সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের শুরুর তারিখ হল ১৫/০৫/২০২৪। এবং আবেদনের শেষ তারিখ হল ০৪/০৬/২০২৪। এবং পরীক্ষার তারিখ হল ০১/০৯/২০২৪।
আবেদন পদ্ধতি
- সবার প্রথমে সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়তে হবে।
- এই প্রতিবেদনের নীচে সরাসরি আবেদনের লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে সম্পূর্ণ আবেদনপত্রটি পূরণ করতে হবে।
- যে সমস্ত কাগজপত্র চেয়েছে সে সমস্ত কাগজপত্র সঠিক সাইজ মতো আপলোড করতে হবে।
- আবেদন ফি অনলাইনে মাধ্যমে জমা করতে হবে।
- সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে, আবেদন পত্রের প্রিন্ট আউট বের করে রাখতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট | UPSC |
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Here |
ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই বলব সবার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে শুনে বুঝে তারপর নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
আপনি যদি বিভিন্ন রকম তথ্য এবং চাকরির আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের ‘ডেলিখবরবাংলা’ ওয়েবসাইটের Telegram এবং WhatsApp চ্যানেলটি ফলো করে রাখুন।
অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।