Vidyasagar Vidyapith Recruitment 2024: সম্প্রতি রাজ্যের একটি স্কুলে একাধিক শূন্য পদে সহকারী শিক্ষক এবং সুপারিনটেনডেন্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সে বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে যোগ্য প্রার্থীরা আবেদন জানাতে পারবে। তবে প্রার্থীদের আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। এবার দেখে নেব আবেদন করতে হলে প্রার্থীদের যোগ্যতা কি হতে হবে, বয়স কত কি হতে হবে, বেতন কত করে দেবে ইত্যাদি বিষয়।
Vidyasagar Vidyapith Recruitment 2024 (শিক্ষক এবং সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ)
পদের নাম ও শূন্য পদ সংখ্যা
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচার এবং হোস্টেল সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ৫১ টি।
- Hostel Superintendent – ৪ টি (এই পদের ক্ষেত্রে ছেলেদের হোস্টেলে ২ টি শূন্য পদ এবং মেয়েদের হোস্টেলে ২ টি শূন্য পদ রয়েছে।)
- Assistant Teacher ( For Hostel) – ১৫ টি (English -২, Math-২, Life Science-২, Physical Science- ২, History-২, Biology-২, Chemistry-২, Physical Education-১)
- Assistant Teacher (For Day School)- ১৬ টি (Bengali-2, English-3, Math-3, Life Science-2, P.Sc -2, Geo -2, History -2)
- Assistant Teacher for Coaching – ১৬ টি English -৩, Math-৩, Life Science -৩, Physical Science- ৩, Biology-২, Chemistry-২)।
আবেদনকারীর বয়সসীমা
এক্ষেত্রে আবেদনকারীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে এবং সেই বয়স কিন্তু ১/১/২০২৪ অনুযায়ী হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
- সহকারী শিক্ষক পদে আবেদন করতে গেলে প্রার্থীদের নির্দিষ্ট বিষয় নিয়ে গ্রাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে। এছাড়া যে সমস্ত প্রার্থীদের শিক্ষাকতার অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ প্রাপ্ত আছে তারা অগ্রাধিকার পাবে।
- হোস্টেল সুপারিনটেনডেন্ট পদে আবেদন করতে গেলে প্রার্থীদের হোস্টেল এডমিনিস্ট্রেশন নিয়ে গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রী করা থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের অবশ্যই তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন মূল্য
এক্ষেত্রে আবেদন করতে হলে প্রার্থীদের কোন রকম আবেদন মূল্য দিতে হবে না।
কি কি বিষয়ে শিক্ষক নেওয়া হবে?
- Bengali
- English
- Maths
- History
- Life science
- Physical science
- Chemistry
- Geography
- Biology
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু তারিখ হলো ০৭/১১/২০২৪। এছাড়া আবেদনের শেষ তারিখ হল ২২/১১/২০২৪। ইন্টারভিউ এর তারিখ হল ২৪/১১/২০২৪।
নিয়োগ প্রক্রিয়া
এক্ষেত্রে আবেদনকারীদের একটি শর্ট লিস্ট তৈরি করা হবে, তারপর সেই শর্টলিস্ট অনুযায়ী প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করে প্রার্থীদের নির্বাচন করা হবে।
চাকরির স্থান
এক্ষেত্রে সমস্ত চাকরিপ্রার্থীদের চাকরির স্থান হল মালদা।
আবেদন পদ্ধতি
এক্ষেত্রে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সবার প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী যদি আপনি আবেদন করার জন্য যোগ্য হয়ে থাকেন তাহলে বিজ্ঞপ্তি নিচে একটি QR কোড দেওয়া রয়েছে, সে QR কোড স্ক্যান করে আবেদন প্রক্রিয়া সমাপ্ত করতে হবে। আবেদন প্রক্রিয়ার সমাপ্ত করার পর আবেদন পত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।
অফিশিয়াল PDF Link | Download Now |
Apply Online | Vist Now |
ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।