ভোটার তালিকায় নাম তোলা ও সংশোধন শুরু, কবে কোথায় হবে দেখুন বিস্তারিত

By Sumi Roy

Updated on:

voter card apply and correction online

ভারতীয় নাগরিকদের প্রধান পরিচয় পত্র হিসেবে এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে ভোটার আইডি কার্ড। এই ভোটার আইডি কার্ড একজন ভারতীয় পরিচয় পত্র হিসেবে কাজ করে। তাই সকলেরই এই ভোটার আইডি কার্ড থাকা বাধ্যতামূলক। ভারতীয় যে কোন ব্যক্তির বয়স ১৮ বছর হলেই এই কার্ডটি তারা বানাতে পারবে। এই কার্ডটি অন্যান্য কার্ডের মত খুবই গুরুত্বপূর্ণ।

সম্প্রতি পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিক এর পক্ষ থেকে ভোটার তালিকা নাম উঠানোর জন্য একটি সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি চালু করেছে। যে সমস্ত ব্যক্তিদের ভোটার তালিকায় নতুন করে নাম তুলবেন অথবা প্রবাসী ভারতীয়দের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করবেন, অথবা বাসস্থান পরিবর্তন করতে চান অথবা ভোটার কার্ড পরিবর্তন অথবা তথ্য সংশোধন বা প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত করার জন্য নির্দিষ্ট সময়সীমা দিয়ে দিয়েছে।

গুরুত্বপূর্ণ তারিখ

ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি শুরু হতে চলেছে 12 ই নভেম্বর ২০২৪ তারিখ (মঙ্গলবার)। এবং শেষ তারিখ হয়েছে ১২ই ডিসেম্বর ২০২৪ তারিখ (বৃহস্পতিবার)।

কারা কারা আবেদন করতে পারবে?

১লা জানুয়ারি ২০২৫ অনুযায়ী যদি কোন ব্যক্তির বয়স ১৮+ হয় তাহলে তারা আবেদনের ফরম নির্বাচন করে আবেদন করতে পারবে। এবার দেখে নেব প্রার্থীদের কোন কাজের জন্য কোন ফর্ম ফিলাপ করতে হবে।

  • ভোটার তালিকায় নতুন নাম তোলার জন্য ফর্ম ৬।
  • প্রবাসী ভারতীয়দের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করার জন্য ফর্ম ৬।
  • নাম বিয়োজন/প্রস্তাবিত অন্তর্ভুক্তির বিপক্ষে আপত্তির জন্য ফর্ম ৭।
  • বাসস্থান পরিবর্তন/ভোটার কার্ড পরিবর্তন/তথ্য সংশোধন/প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত করার জন্য ফর্ম ৮।

আরও পড়ুন: চলতি মাসেই হবে দুয়ারে সরকার ক্যাম্প! দেখে নিন কি কি সুবিধা মিলবে

voter

আবেদন পদ্ধতি 

অনলাইনে ভোটার কার্ডে নাম সংযুক্তিকরণ ও নাম সংশোধনের করা যাবে। তার জন্য voters.eci.gov.in সাইটে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার তারিখ ও স্থান

আবেদনপত্র জমা দিতে হবে আপনার ভোটার কেন্দ্রের বুথ লেভেল অফিসারের কাছে আপনার অনলাইনে পূরণ করা ফরমটি জমা দিন বিশেষ প্রচারের দিনগুলিতে। সেই দিনগুলি হল শনিবার ও রবিবার (১৬ ই, ১৭ ই, ২৩ শে, ২৪, ৩০ শে নভেম্বর, ২০২৪, ১ লা, ৭ ই, ৮ ই ডিসেম্বর, ২০২৪)।

Sumi Roy

সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।