WB College Admission 2024: রাজ্যের কলেজ গুলিতে ভর্তি শুরু কবে? কী জানালো শিক্ষা দফতর

By Indrani Sarkar

Updated on:

WB College Admission 2024

স্নাতকের ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর। উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে এবার কলেজে ভর্তির পালা। সবাই সবার পছন্দ মত নিজেদের কলেজ বেছে নেবে। তবে কলেজে ভর্তি শুরু কবে থেকে? তবে সম্ভবত ২২ জুন থেকে কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যে স্নাতকে কলেজ ভিত্তিক হিসেবে ভর্তি হবে না। এবছর রাজ্যের কলেজে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি হবে।

প্রতিবছর কলেজ ভিত্তিক অনলাইনে ভর্তি হয় কিন্তু এবার চলতি বছরের শিক্ষাবর্ষ থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে কলেজে ছাত্রছাত্রীরা ভর্তি হবে। এর ফলে কলেজগুলির হাতে ছাত্র ছাত্রীর মেধা তালিকা তৈরি নিয়ে কোন ক্ষমতাও থাকবে না। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে নির্বাচন শেষ হলেই প্রয়োজনীয় বিজ্ঞপ্তি দেবে উচ্চ শিক্ষা দপ্তর।

অতীতে এই ছাত্রছাত্রী ভর্তি নিয়ে বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ উঠেছে তাই এবার ২২ জুন থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে স্নাতক স্তরে ছাত্রছাত্রী ভর্তির প্রক্রিয়া শুরু করতে চায় রাজ্য এবং তার প্রস্তুতি নিতে শুরু করেছে।

আরও পড়ুন: NSDL Scholarship 2024: এই স্কলারশিপে কারা কত টাকা করে পাবেন দেখে নিন?

একটি পোর্টালের মাধ্যমে যেকোনো কলেজ বিশ্ববিদ্যালয় স্নাতক স্তরে ভর্তির আবেদন করা যাবে। আরেকটি বিষয়ে ঠিক করেছে যে এবার আবেদন ও ভর্তির ফি কলেজে জমা দিতে হবে না, সরাসরি উচ্চশিক্ষা সংসদের একাউন্টে জমা দিতে হবে সেই টাকা। ফলে কলেজের সঙ্গে কোন সম্পর্ক থাকছে না কোনরকম টাকা লেনদেনের ক্ষেত্রে। বিভিন্ন রকম সমস্যা এড়াতে এবং স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Indrani Sarkar

ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।