রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে নতুন কর্মী নিয়োগ, দেখুন বিস্তারিত

সমস্ত চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। পশ্চিমবঙ্গে একটি জেলার শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।রাজ্যের বহু ছেলে মেয়ে একটি চাকরি পাওয়ার জন্য অপেক্ষা করে বসে আছেন। তাদের জন্য সুখবর। এখানে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে। বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই আপনাকে এই প্রতিবেদনটি পড়তে হবে।আপনি অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়বেন, বুঝবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ সংস্থাDistrict Child Protection Unit, Nadia
পোস্টের নামChild Welfare Officer, Paramedical staff, and House Mother
শূন্যপদVarious
আবেদনের শেষ তারিখ০৭/০৩/২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটnadia.gov.in

রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ (WB DCPU Recruitment 2024)

ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন ইউনিট, নাদিয়ার পক্ষ থেকে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, প্যারামেডিকেল স্টাফ, এন্ড হাউস মাদার পদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।এখানে একাধিক কর্মী নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত কি হতে হবে, বেতন কত করে দেবে, শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে এ সমস্ত একাধিক তথ্য জানতে হলে অবশ্যই আপনাকে এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়তে হবে। আপনি বিজ্ঞপ্তি পড়বেন বুঝবেন তারপর ইচ্ছুক হলে নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পন্ন করবেন।

পদের নাম (Post Name)

ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন ইউনিট, নাদিয়ার পক্ষ থেকে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, প্যারামেডিকেল স্টাফ, এন্ড হাউস মাদার পদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারেন।

শূন্যপদ (Vacancy)

একাধিক শূন্যপদ রয়েছে।

বয়স সীমা (Age Limit)

যেসকল ইচ্ছুক প্রার্থীরা উপরোক্ত পদে আবেদন করবেন ভাবছেন, এবার দেখে নেই তাদের বয়স সময়সীমা কত কি হতে হবে।ইচ্ছুক প্রার্থীদের বয়স সময়সীমা ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া বিস্তারিত জানার জন্য আপনি অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

বেতন (Salary)

যেহেতু এখানে একাধিক পদে প্রার্থী নিয়োগ করা হবে, সেহেতু প্রত্যেকটি আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা বেতন ধার্য করা রয়েছে। আপনি অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিয়ে কোন পোস্টে কত বেতন দেবে দেখে নিতে পারেন।

  • চাইল্ড ওয়েলফেয়ার অফিসার (Child Welfare Officer) – Rs. ২৩,১৭০/- টাকা।
  • প্যারামেডিকেল স্টাফ (Paramedical staff) – Rs. ১২,০০০/- টাকা।
  • হাউস মাদার (House Mother) – Rs. ১৪,৫৬৪/- টাকা।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

এবার দেখে নেই এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে।যেহেতু এখানে আলাদা আলাদা পদ আছে। সেক্ষেত্রে প্রত্যেক পদে আলাদা আলাদা (WB DCPU Recruitment 2024) শিক্ষাগত যোগ্যতা লাগছে।

  • চাইল্ড ওয়েলফেয়ার অফিসার (Child Welfare Officer) – গ্রাজুয়েট।
  • প্যারামেডিকেল স্টাফ (Paramedical staff) – উচ্চ মাধ্যমিক পাস।
  • হাউস মাদার (House Mother) – উচ্চ মাধ্যমিক পাস।

প্রার্থী নিয়োগ পদ্ধতি (Selection process)

প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা , কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ এর মাধ্যমে।

আরও পড়ুন: নৌবাহিনীর এসএসসি অফিসার নিয়োগ, রইলো আবেদন পদ্ধতি

কিভাবে আবেদন করতে হবে?

  1. এক্ষেত্রে আবেদন করতে হলে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  2. সবার আগে nadia.gov.in পোর্টালে গিয়ে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিতে হবে।
  3. সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যে আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে নিতে হবে।
  4. এরপর নির্ভুলভাবে হাতে কলমে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
  5. তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
  6. ঠিকানা: সমাজকল্যাণ বিভাগ, জেলা ম্যাজিস্ট্রেটের অফিস, নদীয়া, কৃষ্ণনগর, পিন 741101 (Social Welfare Section, Office of The District Magistrate, Nadia, Krishnanagar, Pin 741101)।
  7. খামের উপরে অবশ্যই “চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, প্যারামেডিক্যাল স্টাফ এবং হাউস মাদার পদের জন্য আবেদন” লেখা থাকতে হবে। এটা মনে রাখা অপরিহার্য যে অন্য কোন উপায় বা আবেদনের পদ্ধতি গ্রহণ করা হবে না। আবেদনটি অবশ্যই 07-03-2024 তারিখে বা তার আগে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত০৯-০২-২০২৪
আবেদন শুরু তারিখ১২-০২-২০২৪
আবেদনের শেষ তারিখ০৭-০৩-২০২৪

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

আবেদন LinkClick Hare
অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Now
অফিসিয়াল ওয়েবসাইটVisit Now

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (Frequently Asked Questions)

প্রশ্ন.1 রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে নিয়োগ প্রক্রিয়া কতটি শূন্য পদ রয়েছে?

উত্তর. একাধিক শূন্যপদ রয়েছে।

প্রশ্ন.2 রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে নিয়োগ প্রক্রিয়া আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ কবে?

উত্তর. আবেদন শুরু তারিখ ১২-০২-২০২৪ এবং আবেদন শুরু তারিখ 07-০৩-২০২৪।

প্রশ্ন.3 রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে নিয়োগ প্রক্রিয়ায় বয়সসীমা কত হতে হবে?

উত্তর. প্রার্থীদের বয়সসীমা ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছর ধরে সংবাদ জগতের সঙ্গে যুক্ত অমিত। তিনি চাকরির এবং পরীক্ষার রেজাল্ট বিষয়বস্তু খবর সম্পর্কিত তথ্য তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। অমিত সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।

শেয়ার করুন:

Leave a Comment