অমিত সরকার, কলকাতা: রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের জন্য রয়েছে রাজ্যের বাজেটে সুখবর। আজ বুধবার ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করা হয়েছে। আর সেই বাজেটে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীরা নিজেদের DA বাড়ানোর জন্য অনেকদিন আশা করে বসেছিল। তাই আজ যখন ঘোষিত হয়েছে যে DA ৪ শতাংশ বৃদ্ধি হবে এতে করে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে খুশির হওয়া বইছে। তবুও বাজেটে DA ৪ শতাংশ বৃদ্ধির পরও কেন্দ্র এবং রাজ্য সরকারের কর্মীদের মধ্যে ডি এর ফারাক দাঁড়াবে ৩৫ শতাংশ। তবে আজ সরকারি কর্মীদের জন্য এবং পেনশন ভোগীদের জন্য অর্থবর্ষের বাজেটে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি হয়েছে তা কার্যকর হবে চলতি বছরের এপ্রিলের ১ তারিখ থেকে। এখন রাজ্যে সরকারি কর্মীদের DA বেড়ে হয়েছে ১৮ শতাংশ।
কেন্দ্র ও রাজ্য কর্মীদের DA- এর ফারাক
আসলে কেন্দ্রীয় সরকারের কর্মীরা বর্তমানে ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। আর অন্যদিকে রাজ্য সরকারের কর্মীরা এতদিন মহার্ঘ ভাতা পেতো ১৪ শতাংশ, তাই তাদের মধ্যে DA র ফারাক ছিল ৩৯ শতাংশ। কিন্তু বুধবার নতুন অর্থবর্ষের বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের DA বেড়েছে। যার ফলে তারা এখন ১৮% হারে মহার্ঘ ভাতা পাবে। আসলে এবারের বাজেটে রাজ্য সরকারি কর্মীদের ডিএ ৪% বেড়ে যাওয়ায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে DA র ফারাক হলো ৩৫%।
DA বৃদ্ধি
সরকারি কর্মচারী সংগঠনগুলি এই DA র দাবি নিয়ে দীর্ঘদিন ধরে DA মামলা আদালতে রয়েছে। সেই মামলার রায় হাইকোর্টের পক্ষ থেকে কর্মচারীদের পক্ষ গেলেও, সুপ্রিম কোর্টে তার ফয়সালা এখনো হয়নি। আর এর মধ্যেই সরকারি কর্মীদের জন্য রয়েছে বাজেটের বড় চমক। এর ফলে খুশি হয়েছে অসংখ্য মানুষ। রাজ্যের এই সিদ্ধান্তে উপকৃত হবেন হাজার হাজার সরকারি সাহায্য প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলির শিক্ষক -অশিক্ষক কর্মী, পৌরসভা পঞ্চায়েতের কর্মী এবং পেনশন প্রাপক সহ রাজ্যের সব ধরনের সরকারি কর্মীরা। আসলে গত বছরও কিন্তু এই বাজেট পেশ করা হয়েছিল কিন্তু তখন নবান্ন কোনরকম DA বৃদ্ধি করেনি। তবে এ বছর এই DA বৃদ্ধির ঘোষণায় খুশি হয়েছেন সমস্ত সরকারি কর্মীরা। সমস্ত সরকারি কর্মীদের এই বর্ধিত DA কার্যকর হবে ১ এপ্রিল, ২০২৫ তারিখ থেকে।