ইংরেজি নতুন বছর শুরু হয়ে গেছে। আজ নতুন বছরে জানুয়ারি মাসের ১ তারিখ। যারা চাকরিজীবী তারা সকলেই আশা করে যে কোন বছরে কতদিন তারা ছুটি পাবে। তাই বেশিরভাগ ক্ষেত্রেই প্রথমে তাদের নজরে রাখে যে ছুটির তালিকায় কি রয়েছে। এই প্রতিবেদন থেকে দেখে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি ছুটির তালিকা।
সুচিপত্র
পশ্চিমবঙ্গের ছুটির তালিকা
নতুন বছরে রাজ্য সরকারের তালিকা অনুযায়ী কতগুলি ছুটি থাকবে তা দেখে নেব। জানুয়ারি মাসেই আরো তিনটি সরকারি ছুটি রয়েছে সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে। এছাড়া আরো বেশ কয়েকটি বাড়িতে ছুটি ও ঘোষণা করা হয়েছে। এবার তাহলে দেখে নেওয়া যাক গোটা ছুটির তালিকা।
পশ্চিমবঙ্গের ২০২৫ সালে প্রতিমাসের সরকারি ছুটির তালিকা
এবার দেখে নেব প্রতিমাসের বিভিন্ন উৎসব অনুষ্ঠান অনুযায়ী সরকারি ছুটির তালিকা। তবে এই উৎসব অনুষ্ঠান ছুটি বাদেও কিন্তু সরকারি কর্মচারীরা প্রতিমাসের সাপ্তাহিক ছুটি তারা পাবে।
জানুয়ারি মাস
- ১/১/২০২৫ বুধবার থাকছে ছুটি।
- ৬/১/২০২৫ শিখ সম্প্রদায়ের জন্য প্রকাশ পরব উপলক্ষে ছুটি।
- ১২/১/২০২৫ স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ছুটি (অবশ্য এই দিন রবিবার পড়ায় ছুটি নষ্ট)।
- ২৩/১/২০২৫ বৃহস্পতিবার নেতাজি জয়ন্তির জন্য ছুটি।
- ২৬/১/২০২৫ প্রজাতন্ত্র দিবসের ছুটি (এই দিন রবিবার পড়ায় ছুটি নষ্ট)।
ফেব্রুয়ারি মাস
- ২/২/২০২৫ সরস্বতী পূজোর ছুটি (এই দিন রবিবার পড়ায় ছুটি নষ্ট)।
- ৩/২/২০২৫ একটি বাড়তি ছুটি রয়েছে।
- ১২/২/২০২৫ গুরু রবিদাসের ভক্তদের জন্য জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকারের ছুটি।
- ১৪/২/২০২৫, শুক্রবার, শবে বরাত ও পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী উপলক্ষে ছুটি।
- ২৬/২/২০২৫, বুধবার শিবরাত্রি উপলক্ষে ছুটি।
মার্চ মাস
- ১৪/৩/২০২৫ শুক্রবার দোলযাত্রার জন্য ছুটি।
- ১৫/৩/২০২৫ শনিবার দোলের ছুটি।
- ২৭/৩/২০২৫ বৃহস্পতিবার হরিচাঁদ ঠাকুরের জন্মবার্ষিকীতে ছুটি।
- ৩১/৩/২০২৫ সোমবার ঈদ উল ফিতরের জন্য ছুটি।
এপ্রিল মাস
- ১/৪/২০২৫ মঙ্গলবার ঈদ উল ফিতরের জন্য ছুটি।
- ৬/৪/২০২৫ রাম নবমীর জন্য ছুটি (এদিন রবিবার পড়ায় ছুটি নষ্ট)।
- ১০/৪/২০২৫ বৃহস্পতিবার মহাবীর জয়ন্তীর ছুটি।
- ১৪/৪/২০২৫ সোমবার বি আর আম্বেদকর এর জন্মদিন উপলক্ষে ছুটি।
- ১৫/৪/২০২৫ বাংলা নববর্ষ উপলক্ষে ছুটি।
- ১৮/৪/২০২৫ শুক্রবার গুড ফ্রাইডের জন্য ছুটি।
- ১৯/৪/২০২৫ খ্রিস্টানদের ইস্টার স্যাটারডে ছুটি।
মে মাস
- ১/৫/২০২৫ বৃহস্পতিবার মে দিবস উপলক্ষে ছুটি।
- ৯/৫/২০২৫ শুক্রবার রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে ছুটি।
- ১২/৫/২০২৫ সোমবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ছুটি।
জুন মাস
- ৬/৬/২০২৫ এবং ৭/৬/২০২৫ শুক্রবার ও শনিবার ইদুজ্জোহার জন্য ছুটি।
- ২৭/৬/২০২৫ শুক্রবার রথযাত্রার জন্য ছুটি।
- ৩০/৬/২০২৫ হুল দিবসের জন্য ছুটি।
জুলাই মাস
- ৬/৭/২০২৫ রবিবার মহরম এর জন্য ছুটি (এদিন রবিবার পড়ায় ছুটি নষ্ট)।
আগস্ট মাস
- ১৫/৮/২০২৫ শুক্রবার জন্মাষ্টমী ও স্বাধীনতা দিবস এর জন্য ছুটি (একই দিনে দুটি সরকারি ছুটি পড়ায় একটি ছুটি নষ্ট)।
সেপ্টেম্বর মাস
- ২১/৯/২০২৫ রবিবার মহালয়া উপলক্ষে ছুটি (এদিন রবিবার পড়ায় ছুটি নষ্ট)।
- ২৮/৯/২০২৫ ষষ্ঠী থেকে ৩০/৯/২০২৫ অষ্টমী পর্যন্ত চলবে ছুটি।
অক্টোবর মাস
- ১/১০/২০২৫ বৃহস্পতিবার নবমীর জন্য ছুটি।
- ২/১০/২০২৫ শুক্রবার দশমী এবং গান্ধীজয়ন্তীর জন্য ছুটি।
- ৬/১০/২০২৫ এবং ৭/১০/২০২৫ সোমবার এবং মঙ্গলবার লক্ষী পূজার জন্য ছুটি। তবে এক্ষেত্রে দুর্গো পূজোর চতুর্থ থেকে টানা লক্ষ্মীপূজো পর্যন্ত ছুটি থাকবে।
- ২০/১০/২০২৫ সোমবার কালী পুজো উপলক্ষে ছুটি।
- ২১/১০/২০২৫ এবং ২২/১০/২০২৫ ভাই ফোঁটা উপলক্ষে ছুটি।
- ২৩/১০/২০২৫ বৃহস্পতিবার সরকারি ছুটি।
- ২৭-২৮/১০/২০২৫ সোমবার এবং মঙ্গলবার ছট পুজোর জন্য ছুটি।
নভেম্বর মাস
- ৫/১১/২০২৫ বুধবার গুরু নানক জয়ন্তীর জন্য ছুটি।
- ১৫/১১/২০২৫ শনিবার বিরসা মুন্ডার জন্মবার্ষিকীতে ছুটি।
ডিসেম্বর মাস
- ২৫/১২/২০২৫ বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে ছুটি। এটি বছরের শেষ ছুটি।
তবে এই প্রতিবেদনে শুধুমাত্র বিশেষ বিশেষ দিনগুলিতে যে ছুটিগুলো পাওয়া যায় সেগুলি দেওয়া হল এই ছুটিগুলি বাদ দিয়ে কিন্তু প্রতিমাসের সাপ্তাহিক ছুটি তারা পাবে। তবে রাজ্য সরকার করম পূজো উপলক্ষেও ছুটি রেখেছে, তালিকায় কিন্তু সেই তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।