WB Gram Panchayat Recruitment 2024: গ্রাম পঞ্চায়েত নিয়োগে আবেদন করবেন ভাবছেন! দেখেনিন আবেদন কবে থেকে শুরু হবে

রাজ্যে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন শূন্য পদে কর্মী নিয়োগ হবে এই বিষয়টি সম্প্রতি প্রকাশ হয়েছে। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তর রাজ্যের বুনিয়াদি প্রশাসনিক স্তরে ত্রিস্তরীয় পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন শূন্য পদে কর্মী নিয়োগ হওয়ার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এক্ষেত্রে নিয়োগের আবেদন কবে থেকে শুরু হবে তা জানতে হলে আমাদের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবদি পড়ুন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ দপ্তরে বিভিন্ন শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী নির্মাণ সহায়ক, পঞ্চায়েত ক্লার্ক, একাউন্টেন্ট, ডাটা এন্ট্রি অপারেটর সহ ইত্যাদি বিভিন্ন শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

তিনটি স্তরে মোট ১৯ প্রকার শূন্য পদ রয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ পেলেও সংশ্লিষ্ট নিয়োগ গুলোর জন্য এখনো আবেদন প্রক্রিয়া শুরু হয়নি।

চাকরিপ্রার্থীরা অষ্টম শ্রেণি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক পাস সহ অন্যান্য উচ্চতর যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন শূন্য পদে আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়নি কিন্তু রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরে একটি নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আবেদনকারীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে।

সামনেই লোকসভার ভোট। আর আমরা সকলেই জানি নির্বাচন চলাকালীন এই ধরনের চাকরি পরীক্ষার আবেদন প্রক্রিয়া বা নিয়োগ প্রক্রিয়া কিছু সময়ের জন্য স্থগিত থাকে। তাই এবারের শূন্য পদের ভিত্তিতে অনলাইন আবেদন ঠিক কবে থেকে শুরু হবে তার কোন স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না।

পঞ্চায়েত দপ্তরের নিয়োগ এর আগেই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ পরীক্ষার আয়োজন করবে এবং এছাড়াও পশ্চিমবঙ্গ পুলিশ রেক্রুটমেন্ট বোর্ড পশ্চিমবঙ্গ পুলিশে এবং কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবলসহ সাব ইন্সপেক্টর পদে নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করবে। তাহলে স্বাভাবিকভাবেই অনুমান করা যায় এই সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই হয়তো পঞ্চায়েত নিয়োগ প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার।

আরও পড়ুন: Food SI পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, তবে কি বাতিল হবে পরীক্ষা?

পঞ্চায়েত দপ্তরে নিয়োগ পক্রিয়ার হবার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও কোন পঞ্চায়েতে কতগুলো শূন্য পদে নিয়োগ হবে এবং কোন জেলা থেকে কতগুলি শূন্য পদ রয়েছে সেই বিজ্ঞপ্তি প্রকাশ এখনো হয়নি।

তবে জেলাভিত্তিকভাবে শূন্য পদ অথবা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরে নিজেদের আবেদন নথিভুক্ত করতে পারবে চাকরিপ্রার্থীরা। রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরে কি নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আবেদনকারীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা চাইলে আপনাদের নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে পারেন।

জেলাভিত্তিকভাবে শূন্য পদের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে, আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, কি কি পদে কতগুলো শূন্য পদ রয়েছে এ সমস্ত বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই আবার একটি প্রতিবেদনে আপনাদের জানিয়ে দেওয়া হবে। আমাদের সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছর ধরে সংবাদ জগতের সঙ্গে যুক্ত অমিত। তিনি চাকরির এবং পরীক্ষার রেজাল্ট বিষয়বস্তু খবর সম্পর্কিত তথ্য তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। অমিত সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।

শেয়ার করুন: