WB Job Fair 2024: রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য রয়েছে বিশেষ সুখবর। কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে রাজ্যে আয়োজিত হতে চলেছে জব ফেয়ার অর্থাৎ চাকরির মেলা। মেলায় কোথায় হচ্ছে এবং কারা কারা এই মেলাতে অংশগ্রহণ করতে পারবে সে সমস্ত বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনটি, আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।
আর যে সমস্ত বেকার যুবক-যুবতীরা বিভিন্ন স্তরের শিক্ষাগত যোগ্যতা অর্জনের পরে চাকরি খুজছেন তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। রাজ্যে হতে চলেছে চাকরির মেলা। এই মেলার মাধ্যমে বিভিন্ন শাখায় নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা অর্জনকারী ছাত্রছাত্রীদের সরকারি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি গুলিতে কাজের সুযোগ করে দেওয়া হয়। যদি ছাত্রছাত্রীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর ইন্টারভিউ-এ ভালো পারফরম্যান্স করতে পারে তাহলে তাদের চাকরির সুযোগ রয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় সরকারি বিভিন্ন সংস্থার উদ্যোগে প্রায়ই এই ধরনের জব ফেয়ার আয়োজন করা হয়ে থাকে।
WB Job Fair 2024
এবারের সম্প্রতি রাজ্যের পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্য সরকারের ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভলপমেন্ট দপ্তর এর পক্ষ থেকে আয়োজিত হতে চলেছে এক বিরাট জব ফেয়ার অর্থাৎ জব মেলা। তার মানে হল সরাসরি সরকারের উদ্যোগে একটি চাকরির মেলা আয়োজন করা হয়েছে। এই মেলায় অংশগ্রহণ করার জন্য অথবা আবেদন করার জন্য কোন রকম আবেদন ফি লাগবে না। শুধু প্রার্থীদের সরাসরি সেই মেলার দিন নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে।
এই চাকরির মেলা অর্থাৎ জব ফেয়ার ২০২৪ আয়োজিত হতে চলেছে দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই ক্যাম্পাসে। যে সমস্ত প্রার্থীরা মনে করছেন এই মেলায় অংশগ্রহণ করবেন তাদের আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সকাল ৯ঃ৩০ মিনিটের মধ্যে দুর্গাপুর আইটিআই ক্যাম্পাসে উপস্থিত হতে হবে। সেখানে উপস্থিত হওয়ার পর প্রথমে প্রার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সম্পূর্ণ করতে হবে, তারপর নিজেদের পছন্দ অনুযায়ী নির্দিষ্ট বিভাগে গিয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য সিরিয়াল নম্বর অনুযায়ী অপেক্ষা করতে হবে। ইন্টারভিউ যদি তারা ভালোমতো দিতে পারে তাহলে তারা হাতে পাবেন এপয়েন্টমেন্ট লেটার। তবে এক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে যে পলিটেকনিক, আইটিআই, ভোকেশনাল এবং PBSSD শাখার ট্রেনিং প্রাপ্ত প্রার্থীরাই এই মেলায় অংশগ্রহণ করতে পারবে।
আরও পড়ুন: রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, মাসিক ১৫ হাজার টাকা বেতন, দেখে নিন আবেদন পদ্ধতি
অমিত ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছর ধরে সংবাদ জগতের সঙ্গে যুক্ত অমিত। তিনি চাকরির এবং পরীক্ষার রেজাল্ট বিষয়বস্তু খবর সম্পর্কিত তথ্য তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। অমিত সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।