অমিত সরকার, কলকাতা: এবছরের মত মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ফেব্রুয়ারিতে এখন সমস্ত ছাত্র ছাত্রী সহ তাদের অভিভাবকরা অপেক্ষা করছে রেজাল্টের। অবশেষে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের জন্য এক গুরুত্বপূর্ণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে মে মাসের ২ তারিখ বৃহস্পতিবার। ঐদিন সকাল 9 টায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করবেন পর্ষদের অ্যাড হক কমিটির সভাপতি।
পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে সকাল ৯ঃ৪৫ মিনিট থেকে পরীক্ষার্থীরা তাদের ফলাফল অনলাইন এর মাধ্যমে দেখে নিতে পারবে। মাধ্যমিকের ফলাফল একাধিক ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসে নিজেরাই চেক করে নিতে পারবে। পর্ষদের পক্ষ থেকে জানিয়েছে যেহেতু রেজাল্ট প্রকাশের দিন লক্ষ লক্ষ মানুষ তাদের নিজেদের রেজাল্ট চেক করবে তাই সার্ভারে চাপ পড়লেও পরতে পারে সেজন্য তার বিকল্প উপায়ে বহু প্লাটফর্মের ফল প্রকাশের ব্যবস্থা রাখা হয়েছে।
ফলাফল দেখা যাবে যেসব ওয়েবসাইটে:
- www.result.wbbsedata.com
- www.indiaresults.com
- www.results.shiksha
- fastresult.in
- iresults.net
যেসব মোবাইল অ্যাপে ফলাফল পাওয়া যাবে:
- iresults.net/wbbse-app
- fastresult.in
- results.shiksha
ছাত্র-ছাত্রীরা যে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবে তা নয় পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর থেকে সকাল ১০ টা থেকে প্রতিটি বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা নিজেদের মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে।