অমিত সরকার, কলকাতা: ছাত্র-ছাত্রীদের ছাত্র জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা হল মাধ্যমিক পরীক্ষা। আর এই পরীক্ষা দেওয়ার পরেই ছাত্র-ছাত্রী সহ তার পরিবারের অভিভাবকরা রেজাল্টের অপেক্ষার জন্য দিন গুণতে থাকে। প্রতিবছরের মতন এ বছরেও অর্থাৎ ২০২৫ সালেও মাধ্যমিক পরীক্ষা হয়ে গিয়েছে এবং সেই পরীক্ষা দেওয়ার পরেও ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিকে তাকিয়ে রয়েছে।
তবে পশ্চিমবঙ্গ পর্ষদের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর নিয়ে নতুন কিছু আপডেট উঠে এসেছে। আসলে প্রতিবছরের মত এ বছরই নির্দিষ্ট সময়ের রেজাল্ট বেরোনোর নিয়ে বিবৃতি দেওয়া হয়েছিল তবে বর্তমান বিভিন্ন পরিস্থিতি এবং শিক্ষক-শিক্ষিকার অভাবের জন্য পর্ষদের তরফ থেকে বিশাল বড় একটি আপডেট এসেছে দেখে নেব কি সেই আপডেট।
ফলাফল প্রকাশের বিলম্বের কারণ
প্রতিবছরই মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৭০ থেকে ৭৫ দিনের মধ্যে রেজাল্ট বের হয়ে যায়। তবে সবকিছু ঠিকঠাক থাকলেও বর্তমানে 26 হাজার চাকরি বাতিল হয়ে যাওয়ার ফলে বিভিন্ন স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকার অভাব দেখা দিয়েছে। এমন সময় অনেক শিক্ষক-শিক্ষিকাই ছিলেন যারা মাধ্যমিকের খাতা দেখার দায়িত্বে ছিলেন তবে তাদের সেই খাতা দেখার গতি কিছুটা মন্থর হয়ে গিয়েছে।
আর এই কারণেই নাকি পিছিয়ে যেতে চলেছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিন। পর্ষদ সূত্রে জানা গেছে যে পর্ষদ চাইলেও মূল্যায়ন কেন্দ্রে পর্যাপ্ত শিক্ষক না থাকায় খাতা পরীক্ষায় কাজ নির্ধারিত সময়ে শেষ করা যাচ্ছে না তাই এই বছর পিছিয়ে যেতে পারে মাধ্যমিক পরীক্ষার ফলাফলের প্রকাশের দিন। তবে এবার একটাই প্রশ্ন যে কবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে।
ফলাফল প্রকাশের নতুন সম্ভাব্য তারিখ কী?
২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে সবকিছু ঠিকঠাক থাকায় এবং পরিস্থিতি স্বাভাবিক থাকায় প্রথমে আশা করা হয়েছিল হিসেব মতো মে মাসের তৃতীয় সপ্তাহে ফল ঘোষণা করা হবে। তবে বর্তমান পরিস্থিতি 26 হাজার চাকরি বাতিল হয়ে যাওয়ার পর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশের দিন কয়েক সপ্তাহ পিছিয়ে এর ফলে জুন মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক ফলাফল প্রকাশিত হতে পারে। তবে এ ব্যাপারে এখনো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি।