OBC সার্টিফিকেট সংক্রান্ত রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত! কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত

Published on:

OBC Certificate

অমিত সরকার, কলকাতা: ২০২৬ সালের বিধানসভা ভোট। আর সেই ভোটের আগে রাজ্য সরকার নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ করার চেষ্টা করছেন। তবে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ওবিসি মামলার চলার দরুন এই নিয়োগ প্রক্রিয়া গুলি সম্পূর্ণ করতে পারছেন না। তাই রাজ্য সরকার ওবিসি মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে চাইছেন।

রাজ্য সরকার সেই মামলা দ্রুত নিষ্পত্তি করতে চাইলেও সুপ্রিম কোর্টে যেহেতু সে মামলাটি চলছে তাই সেখানে হস্তক্ষেপ করার কোন জায়গা নেই। তাই বর্তমানে রাজ্য সরকার ওবিসি মামলা সংক্রান্ত নতুন এক জরিপের উদ্যোগ গ্রহণ করেছেন।

OBC সার্টিফিকেট

আসলে রাজ্য সরকারের ওবিসি সার্টিফিকেট নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে গত বছর। আর তখন মে মাসে কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১০ সাল থেকে জারি করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। আর তাতেই অসুবিধায় পড়েন সাধারণ মানুষ। এবং প্রায় ১২ লক্ষ মানুষ এতে প্রভাবিত হয়েছেন।

হাইকোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে যে ওবিসি সার্টিফিকেট গুলো সম্পূর্ণ অবৈধ, কোনভাবেই সার্টিফিকেট গুলির বৈধতা স্বীকার করা যায় না। হাইকোর্টের এই রায়কে রাজ্য সরকার অস্বীকার করে এবং হাইকোর্টের এই রায় স্থগিত করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেন।

তবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এখনো হাইকোর্টের সেই সিদ্ধান্তের উপর কোন স্থগিতাদেশ দেয়নি। আর এই মামলার রায় ঘোষণা না হওয়া পর্যন্ত রাজ্য সরকার বেশ চাপের মধ্যে রয়েছে কারণ সুপ্রিম কোর্টের OBC মামলা সংক্রান্ত এই রায় ঘোষণা না হওয়া পর্যন্ত রাজ্য সরকার বেশ কয়েকটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারছে না। এতে করে যেমন রাজ্য সরকার চাপে রয়েছে, তিনি চাকরি প্রার্থীরাও অপেক্ষায় রয়েছেন।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।