অমিত সরকার, কলকাতা: রাজ্যের রেশন কার্ডধারীদের জন্য রয়েছে সুখবর, কারণ মার্চ মাস থেকেই নাকি রাজ্যের প্রচুর পরিমাণে রেশন সামগ্রী বিতরণ হতে চলেছে। তাই সকলকে কিন্তু এই প্রতিবেদনটি বিস্তারিত দেখতে হবে কারণ রাজ্য সরকার যে মার্চ মাস থেকে বিপুল পরিমাণে রেশন সামগ্রী বিতরণ করতে চলেছে সেই সংক্রান্ত যাবতীয় তথ্যই এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে। এখানে আলোচনা করা হয়েছে মার্চ মাস থেকে রেশন কার্ড অনুযায়ী কারা কতটা রেশন পাবে? সেখানে কতটা পরিমাণ চাল পাবে? কতটা পরিমাণ আটা পাবে? ইত্যাদি বিভিন্ন বিষয়।
পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে দরিদ্র এবং সুবিধা বঞ্চিত মানুষদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্যই বিনামূল্যে রেশন প্রকল্পের সূচনা করেছেন। সেক্ষেত্রে প্রতি পরিবার অনুযায়ী মাসিক রেশন সরবরাহ করা হয়।
মার্চ মাস থেকে রেশন কার্ডের সুবিধা
ভারত সরকার এবং রাজ্য সরকার দেশের সাধারণ পরিবারে খাদ্য সুরক্ষা দেওয়ার জন্য রেশন সামগ্রী সরবরাহ করে থাকে। আর সেই জন্যই বর্তমানে সাধারণ মানুষ তাদের রেশন কার্ড অনুযায়ী চাল থেকে আটা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পেয়ে থাকে। ভারতবর্ষে সরকার রেশন কার্ড ধারীদের মূলত চারটি ভাগে ভাগ করেছেন যথা অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY), বিশেষ অগ্রাধিকার পরিবার (SPH), অগ্রাধিকার পরিবার (PPH), RKSY-1 ও RKSY -2। এবং সেই চার প্রকার রেশন কার্ড ধারীদের তাদের কার্ড অনুযায়ী একাধিক সুবিধা প্রদান করা হয়। ভিন্ন খবর সূত্রে জানা গেছে যে বর্তমানে মার্চ মাস থেকে নাকি রেশন কার্ড ধারীদের একাধিক নতুন নতুন সুবিধা প্রদান করা হবে। সেই সুবিধা গুলি হল-
- অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) কার্ড যাদের রয়েছে তারা এ কার্ডের মাধ্যমে আগামী মার্চ মাস থেকে ২১ কেজি চাল ১৪ কেজি গম এবং ১ কেজি চিনি পাবে।
- বিশেষ অগ্রাধিকার পরিবার (SPH) এই কার্ডধারীরা প্রতিমাসে পাবে ৩ কেজি চাল এবং ১ কেজি ৯০০ গ্রাম আটা। এটি সাধারণত বিশেষভাবে অগ্রাধীকার পরিবার গুলির জন্য বরাদ্দ করা থাকে।
- RKSY-1 ও RKSY-2 কার্ডধারী পরিবার গুলির মধ্যে ১ নম্বর কার্ডের জন্য ৫ কেজি এবং ২ নম্বর কার্ডে প্রতি মাসে ২ কেজি করে চাল পাওয়া যাবে।