অবশেষে রাজ্যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হল, ৬০১টি শূন্য পদে হবে প্রধান শিক্ষক নিয়োগ

WB Teacher Recruitment 2024

রাজ্যে বিভিন্ন শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিভিন্ন অভিযোগ এবং দুর্নীতির মাঝে জেলায় শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত বিক্ষিপ্ত অনুযায়ী জেলার বিভিন্ন স্কুলে শিক্ষক নিয়োগের বিষয়টি প্রকাশ্যে এসেছে। আসলে আলিপুরদুয়ার জেলার প্রায় ৬০১ টি শূন্য পদে প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষকের পদে হবে নিয়োগ। হঠাৎ করে এই সময়ে প্রধান শিক্ষক নিয়োগের মূল কারণ হলো দীর্ঘ সময় ধরে এই সমস্ত স্কুলগুলিতে হেডমাস্টার অর্থাৎ প্রধান শিক্ষক ছিল না। যার ফলে জেলার 13 টি সার্কেলের অধিকাংশ বিদ্যালয় পঠন-পাঠন জনিত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এবার সেই সমস্যা সমাধানের জন্য রাজ্যের শিক্ষা দপ্তর শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে। এই বিদ্যালয় গুলিতে রাজ্য শিক্ষা দপ্তর প্রধান শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে চাইছে খুবই দ্রুত।

ফালাকাটা উত্তর এবং আলিপুরদুয়ার উত্তর সার্কেলের ৯০ টি বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদনকারীদের কাছ থেকে তাদের পছন্দমত বিদ্যালয়ের নাম নিয়ে নেওয়া হয়েছে। এবার শিক্ষা দপ্তরের সেই জমা নেওয়া তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট বিদ্যালয়ের শূন্য পদ সংখ্যা বিচার করবে, বিচার করার পর নির্বাচিত প্রার্থীদের নিয়োগ পত্র দেওয়া হবে। এর আগে শিক্ষক নিয়োগের ব্যবস্থার ওপরে নানা রকম অভিযোগ উঠেছিল সেই কারণে এবার বিভিন্ন ধরনের সমস্যা এড়ানোর জন্য জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে ব্যাপক পুলিশী নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া এর পাশাপাশি বিদ্যালয়ের পছন্দের ব্যাপারে যাতে জটিলতা না হয় সেই দিকে লক্ষ্য রেখে ভিডিওগ্রাফি করে রাখছে শিক্ষা সংসদ।

আরও পড়ুন: ICDS Exam Date 2024: প্রকাশিত হলো অঙ্গনওয়াড়ি পরীক্ষার তারিখ

তবে এবার সাধারণ মানুষ প্রাথমিকভাবে এই নিয়োগ প্রক্রিয়া দেখে স্বচ্ছতা দেখে সন্তোষজনক মত প্রকাশ করেছেন। এবার রাজ্য সরকারের গাইডলাইন অনুযায়ী অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে কিন্তু আলিপুরদুয়ার জেলার প্রাথমিক বিদ্যালয় গুলিতে প্রধান শিক্ষক নিয়োগ করা হচ্ছে। অপরদিকে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পরিতোষ বর্মন জানিয়েছেন এই নিয়োগের ফলে পঠন পাঠনের সমস্যা প্রায় মিটে যাবে এবং এই নিয়োগ প্রক্রিয়ায় পরবর্তী সময় যদি কোন শূন্যপদ থেকে যায় তাহলে পূজার পরে সে সমস্ত শুন্য পদ পূরণের উদ্যোগ নেবে শিক্ষা দপ্তর।

শেয়ার করুন

শেয়ার করুন

সর্বশেষ আপডেট