অমিত সরকার, কলকাতা: রাজ্যে এখনো ঠিকমতো দেখা মেলেনি কনকনে শীতের। পশ্চিমী ঝঞ্ঝার কারণে এবং নিম্নচাপের ফলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, কখনো দেখা যাচ্ছে ব্যাপক শীত আবার কখনো দেখা যাচ্ছে হালকা শীত। এদিকে জানুয়ারি মাস প্রায় শেষের দিকে এবং বাংলার মাঘ মাসও পড়ে গিয়েছে তবুও কনকনে শীতের দেখা নেই রাজ্যে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানা গিয়েছে যে মকর সংক্রান্তির পরে নাকি একটু হলেও বাড়তে পারে শীত। তাহলে আগামী দিনের আবহাওয়া কেমন থাকবে দেখে নেই।
হাওয়া অফিসের খবর অনুযায়ী এই সপ্তাহের শেষে নাকি উত্তুরে হাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ রাজ্যের তাপমাত্রা অনেকটাই কমার সম্ভাবনা রয়েছে। কারণ ধীরে ধীরে পশ্চিমী ঝঞ্ঝার দাপট কমে আসছে তাই সেই কারণেই আবহাওয়াবিদরা জানিয়েছে যে চলতি সপ্তাহের শেষের দিকে পারদ কিছুটা নামতে পারে বলে মনে করা হচ্ছে। তবে কনকনে শীত কবে পড়বে তা এখনো স্পষ্ট ভাবে বলা যাচ্ছে না।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে যে মাঘের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক অবস্থায় থাকবে। এছাড়া এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও নেই। আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এবং নদীয়া জেলায় আবহাওয়া এমনই থাকবে। মানে মাঘ মাসের প্রথম সপ্তাহে হালকা শীতের আমেজ থাকলেও কনকনে ঠান্ডা পড়বে না। তবে আবহাওয়া দপ্তরের থেকে মনে করা হচ্ছে যে সপ্তাহের শেষের দিকে পারদ একটুখানি নামতে পারে তখন হয়তো জাঁকিয়ে শীত পড়বে। তবুও বলা যাচ্ছে না স্পষ্ট করে যে জাঁকিয়ে শীত পড়বে কি পড়বে না। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বেশি কুয়াশা থাকতে পারে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতন উত্তরবঙ্গেরও সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার। তবে আগামী ২৪ ঘন্টায় কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, এবং উত্তর দিনাজপুরে। এছাড়া কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তাহলে বোঝা যাচ্ছে উত্তরবঙ্গেও শীত পড়লেও কিন্তু কনকনে শীতের দেখা মিলবে না আগামীকাল।