নবম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন যাচাই, সংশোধন এবং সংযোজন এর নতুন নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। দেখা গেছে যে প্রতিবছরই নবম শ্রেণী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন যাচাই করনের সময় নানারকম সমস্যার সম্মুখীন হতে হয় বোর্ড সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের। রেজিস্ট্রেশনে নানারকম ভুল ভ্রান্তি থাকার কারণে পরবর্তী সময়ে সমস্যায় পড়তে হয় পরীক্ষার্থীদের এবং বোর্ডকে। তাই এবার কঠোর পদক্ষেপ নিতে চলেছে WBBSE।
মধ্যশিক্ষা পর্ষদের নতুন পদক্ষেপ
সূত্রের খবর অনুযায়ী জানা গেছে যে মধ্যশিক্ষা পর্ষদ চলতি বছর নবম শ্রেণীর রেজিস্ট্রেশনের ভুলভ্রান্তি সংক্রান্ত একটি বড় পদক্ষেপ নিয়েছে। যে সমস্ত পড়ুয়াদের ভুলভ্রান্তি হয়েছে সেই ভুল তথ্য নির্ভুল এবং সঠিক করার সময়সীমা এবারে বৃদ্ধি করল মধ্যশিক্ষা পর্ষদ। জানা গেছে যে ভেরিফিকেশন এর জন্য আরো দশ দিন সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। আর সেই সময়সীমা বাড়ানোর ফলেই চলতি মাসের ১১ থেকে ২০ নভেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে রাজ্যের সমস্ত স্কুল গুলিকে। তবে এই কাজটি করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে ১১ নভেম্বর বেলা ১১ টা থেকে ২০ নভেম্বর সন্ধ্যে ৬ টা পর্যন্ত।
পর্ষদের সভাপতির বক্তব্য
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে, “নবম শ্রেণীর রেজিস্ট্রেশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হয়। আর এখানে যাতে কোন ভুলভ্রান্তি না থাকে আর সমস্ত তথ্য যাতে সম্পূর্ণ নির্ভুল থাকে তাই নির্দিষ্ট সময়সীমার পরেও বাড়তি সময় দেওয়া হয়েছে। এর পাশাপাশি জন্ম তারিখ, মা বাবার নাম, ছবি, স্বাক্ষর, এবং অন্য প্রাসঙ্গিক বিশেষ বিবরণ সহ স্কুল গুলিকে নবম শ্রেণীর প্রতিটি পড়ুয়াদের সাবধানে পর্যালোচনা করতে বলা হয়েছে। সমস্ত স্কুল গুলি যেন এই দায়িত্ব নিয়ে এই প্রক্রিয়া সময়মতো সম্পন্ন করে।”
এই সিদ্ধান্ত নেওয়ার আরেকটি কারণ হলো রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় নানারকম ভুলভ্রান্তি দেখা দিলে তা বারংবার খবরের শিরোনামে উঠে আসে তাই বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির সাধারণ স্বপন মন্ডল জানান, ” প্রতিবছর মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী এত সাবধানতা অবলম্বন করার পরেও কেন এত ভুল হয় আমরা চাই, প্রতিটি স্কুল যাতে রেজিস্ট্রেশন প্রক্রিয়া নির্ভুলভাবে করে।” তাছাড়া বিভিন্ন স্কুলে কম্পিউটারের প্রযুক্তিগত সমস্যার কারণে এবং ইন্টারনেট কানেকশন না থাকার কারণে নানা রকম অসুবিধায় পড়তে হয়। এর একটা স্থায়ী সমাধান সরকারের পক্ষ থেকে অবশ্যই করা উচিত।
ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।