WBPSC Recruitment 2024: West Bengal Public Service Commission এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক শূন্য পদে Fishery Extension Officer in Junio Fishery Service Grade II নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আজকে আমরা এই প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন।
সুচিপত্র
WBPSC Recruitment 2024
West Bengal Public Service Commission এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক শূন্য পদে ফিশারী এক্সটেনশন অফিসার নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন। এবার দেখে নিব আবেদনকারীর বয়স কত কি হতে হবে? বেতন কত করে দেবে? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিয়ে পুরো তথ্য ভালো মতো জেনে, বুঝে, শুনে তারপর নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
পদের নাম
WBPSC এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী জুনিয়র ফিশারি সার্ভিস গ্রেড- II তে ফিশারী এক্সটেনশন অফিসার পদে নিয়োগ করা হবে প্রার্থীদের।
মোট শূন্য পদের সংখ্যা
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী উপরোক্ত পদের জন্য মোট ৮১ টি শূন্য পদ ধার্য করা রয়েছে।
- ফিশারি এক্সটেনশন অফিসার- ৮১ ( UR-৩২, OBC-১৩, SC-১৬, ST-০৫, PwBD-০৬, EWS-০৮, MSP-০১).
আবেদনকারীর বয়স সীমা
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৩৯ বছর। সেই বয়স কিন্তু হতে হবে ০১/০১/২০২৪ অনুযায়ী। এছাড়া অন্যান্য রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের কিন্তু বয়সের ছার রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীদের যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ফিশারী সাইন্স এর উপরে ব্যাচেলার ডিগ্রী করা থাকতে হবে। এছাড়া প্রার্থীদের বাংলা পড়তে, বলতে ও লিখতে জানতে হবে।
বেতন
উপরোক্ত পদে আবেদন করে যদি প্রার্থীরা চাকরি পায় তাহলে তারা প্রতি মাসে বেতন পাবে ৩২১০০ টাকা থেকে ৮২৯০০ টাকার মধ্যে।
আবেদন ফি
সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত প্রার্থীদের কিন্তু আবেদন ফি হিসেবে ১৬০ টাকা করে দিতে হবে। তবে পশ্চিমবঙ্গের মধ্যে যারা SC, ST এবং PwBD ক্যাটাগরির প্রার্থী রয়েছে তাদের কিন্তু কোন আবেদন ফি জমা করতে হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু ডেট রয়েছে ২২/৪/২০২৪ থেকে আবেদন শেষ ডেট রয়েছে ১৩/৫/২০২৪ পর্যন্ত।
কিভাবে আবেদন করবেন?
- আবেদনকারীদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- সবার প্রথমে WBPSC অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিয়ে ভালো করে পড়ে নিতে হবে।
- তারপর এপ্লাই লিঙ্ক এ গিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে।
- লগইন আইডি দিয়ে লগইন করার পরে আবেদন পত্রটি সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে।
- যা যা ডকুমেন্টস চেয়েছে সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।
- আবেদন ফি জমা করতে হবে।
- নির্দিষ্ট তারিখ এবং সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়ায় সম্পন্ন করতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি | » Download |
অফিসিয়াল ওয়েবসাইট | » Visit Now |
আপনি যদি বিভিন্ন রকম তথ্য এবং চাকরির আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের ‘ডেলিখবরবাংলা’ ওয়েবসাইটের Telegram এবং WhatsApp চ্যানেলটি ফলো করে রাখুন।
অমিত ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছর ধরে সংবাদ জগতের সঙ্গে যুক্ত অমিত। তিনি চাকরির এবং পরীক্ষার রেজাল্ট বিষয়বস্তু খবর সম্পর্কিত তথ্য তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। অমিত সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।