পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (West Bengal Public Service Commission) পক্ষ থেকে সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার ডেট জানিয়ে দেওয়া হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে যে সম্ভাবনা তৈরি হয়েছে তা হলো সেই সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা নাকি পিছিয়ে যেতে পারে। সত্যি কি পরীক্ষা পিছিয়ে যাবে? কি জানানো হলো পাবলিক সার্ভিস কমিশন থেকে? আজকের ঐ প্রতিবেদনে এই টপিক নিয়ে আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।
পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা (WBPSC WBCS Exam 2024)
আসলে সম্প্রতি 2010 সাল থেকে পশ্চিমবঙ্গে জারি করা সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করার জন্য গত মে মাসে কলকাতা হাইকোর্টে একটি রায় ঘোষণা করা হয়েছিল। এই রায় ঘোষণার প্রভাবেই নতুন কোন সরকারি নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশেও বাধা তৈরি হয়েছে। তাই সম্ভবত এই পরীক্ষাটি পিছিয়ে যেতে পারে। কারণ পাবলিক সার্ভিস কমিশনের তথ্য অনুযায়ী এই মামলাটি নাকি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। এর ফলে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে অসহায় পড়েছে এবং জানা যাচ্ছে যে এই চলমান মামলাগুলি যতদিন না নিষ্পত্তি হচ্ছে ততদিন পর্যন্ত নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
পরীক্ষা পিছিয়ে যাবার সম্ভাবনা
এই পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষাটি হওয়ার কথা ছিল ১৫ ডিসেম্বর, ২০২৪ তারিখে। তবে ওবিসি শংসাপত্র মামলার কারণে পরীক্ষার দিন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই এমন অবস্থায় আবেদনকারীদের আরো অপেক্ষা করতে হতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।
WBPSC পদক্ষেপ
WBPSC (West Bengal Public Service Commission) সূত্রে জানা গিয়েছে যে যতদিন ওবিসি শংসাপত্র ইস্যুতে মামলা নিষ্পত্তি না হচ্ছে ততদিন কোন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না, এই মামলা নিষ্পত্তি হওয়ার পরেই পরীক্ষার নতুন দিন ঘোষণা করা হবে। এমন অবস্থায় আবেদনকারীদের যাতে কোন রকম অসুবিধা না হয় সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছে সংস্থা।
এমন অবস্থায় কিন্তু মিসলেনিয়াস, ক্লার্কশীপ ইত্যাদি পরীক্ষা অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে ক্লার্কশিপ পরীক্ষাটি হওয়ার কথা আছে ১৬ এবং ১৭ই নভেম্বর। আশা করা যাচ্ছে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, তবে WBCS প্রিলিমিনারি পরীক্ষার দিন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি।
ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।