WBSSC Group C এবং Group D নিয়োগ নিয়ে বড় খবর, প্রায় ১২ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের প্রস্তুতি শুরু

By Amit Sarkar

Published on:

WBSSC Group C and Group D Recruitment 2024

সরকারি সূত্রে জানা গিয়েছে যে এই চলতি বছরেই রাজ্য সরকারের দুটি শ্রেণীর কর্মী মিলে অন্তত ১২ হাজার কর্মী নিয়োগে হতে পারে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। এমনই খবর উঠে আসছে সরকারি সূত্র অনুযায়ী। রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য এটি কিন্তু অত্যন্ত খুশির খবর। তবে বিস্তারিত কোন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি।

২০১১ সালে রাজ্যের তৎকালীন সরকার স্টাফ সিলেকশন কমিশন গঠন করেছিল। কারণ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি দপ্তরে কর্মী নিয়োগের ক্ষেত্রে দেরি হওয়ার অভিযোগ উঠেছিল তাই তখন নির্বাচিত সরকার সে সময় স্টাফ সিলেকশন কমিশন গঠন করেছিল। গঠন হওয়ার পর গ্রুপ ‘B’ এবং গ্রুপ ‘C’ পদে কর্মী নিয়োগ করার জন্য পরীক্ষা নিতে শুরু করেছিল সেই কমিশন। এছাড়াও বিভিন্ন দপ্তরের ক্লার্ক নিয়োগের জন্য কিন্তু ক্লার্ক পরীক্ষারও আয়োজন করেছিল স্টাফ সিলেকশন কমিশন, তবে এর কিছুদিন পরে, এসএসসি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ফলে আবার সেই দায়িত্ব গিয়ে পড়ে পাবলিক সার্ভিস কমিশনের উপর। আবার অন্যদিকে গ্রুপ ‘ডি’ কর্মী নিয়োগের জন্য গঠন করা হয়েছিল আলাদা গ্রুপ ‘ডি’ রিক্রুটমেন্ট বোর্ড, পরবর্তী সময়ে এই নিয়োগের বোর্ড তুলে দেওয়া হয়। তারপর ২০২২ সালে রাজ্য বিধানসভায় একটি সংশোধনী বিল পাস করে রাজ্য সরকার। গত বছর ওই বিলের ভিত্তিতে আবার এসএসসি আইনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তারপর স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ করা হয় অবসরপ্রাপ্ত আইপিএস অধিকারিক বিবেক সহায়কে। তারপর তিনি সরকারি অফিসে স্থায়ী কর্মী নিয়োগের কাজ শুরু করে দিয়েছে। আর এই নতুন কমিশনের মাধ্যমে চলতি বছরে গ্রুপ C এবং গ্রুপ D পদে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

আরও পড়ুন: India Post GDS Recruitment 2024: মাধ্যমিক পাশে ৩০০০০ শূন্যপদে হবে নিয়োগ

প্রাথমিক ভাবে জনা যাচ্ছে যে গ্রুপ ‘C’ পদে ৩ থেকে ৪ হাজারের কাছাকাছি কর্মী নিয়োগ করা হতে পারে এবং গ্রুপ ‘D’ পদে ৮ হাজারের বেশি কর্মী নিয়োগ করা হতে পারে। এছাড়া রাজ্য সরকারের তরফ থেকে তৈরি কয়েকশো নতুন পদে কর্মী নিয়োগ করবে এসএসসি। এবং এক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। কিছু কিছু পদে নিয়োগের জন্য কম্পিউটারে লিখিত পরীক্ষার আয়োজিত হবে।

Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।