অমিত সরকার, কলকাতা: বর্তমানে যা গরম পড়েছে তাতে করে সকলেই অস্বস্তিকর জীবন যাপন করছে। তবে এই অস্বস্তিকর গরমের আবহাওয়ায় রয়েছে স্বস্তির খবর। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আর দুদিন পর থেকেই নাকি আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। আর আবহাওয়া পরিবর্তনের ফলে নাকি গরম থেকে খানিকটা রেহাই মিলবে। হাওয়া অফিসের খবর অনুযায়ী দক্ষিণ বঙ্গের বেশ কিছু জেলায় গত মঙ্গলবার থেকে তাপ প্রবাহ শুরু হয়েছে। শুধু যে দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ চলছে এমনটা নয়, দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের মালদাতে কিন্তু তাপমাত্রার প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি চলে গিয়েছিল। যা সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন থেকে চার ডিগ্রি বেশি ছিল। তবে এই তাপ প্রবাহের মধ্যে স্বস্তির ব্যাপার এই যে অবশেষে হাওয়া অফিসের পক্ষ থেকে আবহাওয়া পরিবর্তনের প্রভাব জারি করা হয়েছে। এবার আমরা দেখে নেব কোথাকার কোথাকার আবহাওয়া পরিবর্তন হতে চলেছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিসের খবর অনুযায়ী আগামী ২-৩ দিন তাপপ্রবাহের পরিস্থিতি চলবে গোটা দক্ষিণ বঙ্গ জুড়ে আজ বিকেল থেকেই বদলাতে থাকবে আবহাওয়া। অফিসের খবর অনুযায়ী হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, ও নদীয়ার বেশ কিছু জায়গায়। তবে তারপর থেকে টানা কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। জানা গিয়েছে এই জেলাগুলিতে ঘণ্টায় ঝড়ের গতি ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে থাকবে। তবে মৌসুম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার কিছু অংশে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ো হওয়া বইবে, আর সেই সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের মালদা তে চলছে তাপপ্রবাহ পরিস্থিতি। আগামীকাল অর্থাৎ রবিবার, উত্তরবঙ্গে তুমুল বৃষ্টি চলবে। সারা সপ্তাহ জুড়েই উত্তরের আট জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। অন্যদিকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামী সোমবার পর্যন্ত থাকবে এমন আবহাওয়া।।