CBI অফিসার হতে চান! এক ঝলকে দেখে নিন অফিসার হতে হলে কি কি পদ্ধতি রয়েছে।

CBI এর পুরো নাম হল Central Bureau of Investigation বা কেন্দ্রীয় গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থা।

CBI পদে নিযুক্ত হতে হলে প্রার্থীদের প্রথমে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এবং পরে পুলিশ পোস্টে চাকরির প্রমোশনের মাধ্যমে হতে হয়।

CBI গ্রুপ এ অফিসার হতে গেলে প্রার্থীদের অবশ্যই UPSC CSE পরীক্ষায় বসতে হবে। তারপর প্রায় সাত বছর চাকরির পর CBI অফিসার হওয়া যায়।

CBI ইন্সপেক্টর হওয়ার জন্য প্রার্থীকে SSC CGL পরীক্ষায় বসতে হয়।

CBI অফিসার হতে গেলে প্রার্থীদের কিন্তু উচ্চতা এবং অন্যান্য দিকে ফিট এবং সঙ্গে বুদ্ধিমান হতে হবে। 

এই চাকরিতে প্রতি মাসে বেতন হিসেবে ৫৪,৬৮০ থেকে ৬২,৬৬৪ টাকা পর্যন্ত দেওয়া হয়।