এই ৮ টি বাণী আপনাকে প্রতিদিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করবে এবং চলার পথে নতুন উদ্যম জোগাবে। পড়ুন, জানুন এবং প্রেরণা লাভ করুন!
By - Amit Sarkar
January 12, 2025
নিজেকে কখনোই দুর্বল ভাববে না কারণ এটাই সবচেয়ে বড় পাপ।
১
সংগ্রাম যত বড় হবে বিজয়ও তত গৌরবময় হবে।
২
জীবনে একাধিক সম্পর্ক থাকা জরুরী নয় তবে যে সম্পর্ক রয়েছে তাতে প্রাণ থাকা দরকার।
৩
যতদিন বাঁচবে ততদিন শিখবে অভিজ্ঞতাই হলো বিশ্বের সেরা শিক্ষক।
৪
জ্ঞান নিজের মধ্যেই বিদ্যমান, মানুষ কেবল এটি আবিষ্কার করে।
৫
যতক্ষণ নিজের লক্ষ্যে না পৌঁছবে ততক্ষণ থামবে না।
৬
মানুষ তোমার প্রশংসা করুক বা সমালোচনা করুক কখনোই ন্যায়ের পথ থেকে সরে যাবে না।
৭
দিনে অন্তত একবার নিজের সঙ্গে কথা বলো, তা না করলে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কথা বলার সুযোগ হারাবেন।
৮