বৃহস্পতিবার নবান্নে রাজ্যের স্বাস্থ্য সংক্রান্ত বৈঠকের পর তিনি জানান রাজ্য পুলিশে নতুন নিয়োগের কথা। সোমবার সেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রায় ১২,০০০ পদে নিয়োগ হবে বলে জানানো হয়েছে। তবে এই নিয়োগ নিয়ে আদালতে চলছে মামলা। সেই আইনি জট কাটলে তবেই নিয়োগ শুরু হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিকেলে নবান্নে স্বাস্থ্য বিষয়ক বৈঠক করেন। সেই বৈঠকে অনেকে অংশ গ্রহণ করেছিল যেমন সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ, সুপার, জেলার এসপি সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা অংশগ্রহণ করেন। বৈঠকে সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়, এবং এর মাঝেই রাজ্য পুলিশের নিয়োগের বিষয়েও আলোচনা হয়। পুজোর মুখে এই নিয়োগের ঘোষণার খবরে স্বাভাবিকভাবেই খুশি হয়েছে চাকরিপ্রার্থীরা।
এছাড়া এই বৈঠকে আরো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন হাসপাতাল গুলিতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কী কী পদক্ষেপ নেওয়া হবে? স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তার জন্য বরাদ্দ ১০০ কোটি টাকা কীভাবে কাজে লাগানো হবে, সে বিষয়েও এদিন বিস্তারিত আলোচনা হয়। তবে রাজ্যে চাকরির খবর শুনে সকলে তো খুশি , কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া কবে থেকে চালু হবে সেই দিকেই সবাই আশা কর বসে আসে।
আরও পড়ুন: NABARD অফিস এটেনডেন্ট পদে নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাশ
অমিত ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছর ধরে সংবাদ জগতের সঙ্গে যুক্ত অমিত। তিনি চাকরির এবং পরীক্ষার রেজাল্ট বিষয়বস্তু খবর সম্পর্কিত তথ্য তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। অমিত সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।