রাজ্য পুলিশের সাইবার ক্রাইম বিভাগে কর্মী নিয়োগ! ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ

আবারো রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর। সম্প্রতি রাজ্য পুলিশের অধীনস্থ সাইবার ক্রাইম বিভাগের তরফ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমমবঙ্গের  যেকোনো জায়গা থেকে পুরুষ এবং মহিলা প্রার্থীরা নিজেদের আবেদন অনলাইনে মাধ্যমে জানাতে পারবে।

রাজ্য পুলিশের সাইবার ক্রাইম বিভাগে কর্মী নিয়োগ

রাজ্য পুলিশের অধীনস্থ সাইবার ক্রাইম বিভাগের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে পদে কর্মী নিয়োগ করা হবে সে পদ গুলি হল Data Entry Operator, Software Support Personnel, System Administrator, Software Developer, Senior Software Developer, এবং Security and Network Administrator। আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত কি হতে হবে, বেতন কত করে দেবে, শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে এ সমস্ত একাধিক তথ্য জানতে হলে অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন।

শূন্য পদ সংখ্যা

মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ৫৪ টি। এর মধ্যে  Data Entry Operator পদের জন্য রয়েছে ১১ টি, Software Support Personnel পদের জন্য রয়েছে ২৫ টি, System Administrator পদের জন্য ১ টি, Software Developer পদের জন্য ৭ টি, Senior Software Developer পদের জন্য ২ টি, Security and Network Administrator পদের জন্য শুন্য পদ সংখ্যা রয়েছে ৮ টি।

বয়স সীমা

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূন্যপদ গুলিতে আবেদন করার জন্য নির্দিষ্ট কোন বয়সসীমার উল্লেখ করা হয়নি। তবে আনুমানিক সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

  • Data Entry Operator – এই পদে আবেদন করতে চাইলে প্রার্থীদের যে কোনো বিষয়ে স্নাতক উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কম্পিউটার কোর্সের যে কোনো সার্টিফিকেট অর্জন করে থাকতে হবে।
  • Software Support Personnel- এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীকে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ব্যাচেলার ইন কম্পিউটার সাইন্স বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করে থাকতে হবে।
  • Security and Network Administrator – এই পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, মাস্টার্স ইন সাইন্স, টেকনোলজি, কম্পিউটার সাইন্স ইত্যাদি বিষয়ের যে কোনো একটিতে ফার্স্ট ক্লাস ডিগ্রী অর্জন করে থাকতে হবে।
  • System Administrator – এই পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে B.Tech/ B.E./MCA ডিগ্রী অর্জন করে থাকতে হবে।
  • Software Developer – এই পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, মাস্টার্স ইন সাইন্স, টেকনোলজি, কম্পিউটার সাইন্স ইত্যাদি বিষয়ের যে কোনো একটিতে ফার্স্ট ক্লাস ডিগ্রী অর্জন করে থাকতে হবে।
  • Senior Software Developer – এই পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, মাস্টার্স ইন সাইন্স, টেকনোলজি, কম্পিউটার সাইন্স ইত্যাদি বিষয়ের যে কোনো একটিতে ফার্স্ট ক্লাস ডিগ্রী অর্জন করে থাকতে হবে।

মাসিক বেতন

  • Data Entry Operator – এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন হলো ১৬,০০০ টাকা।
  • Software Support Personnel – এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন হলো ২১,০০০/- টাকা।।
  • Security and Network Administrator – এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন হলো ৩৭,০০০/- টাকা।
  • System Administrator – এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন হলো ২৯,০০০ টাকা।
  • Software Developer – এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন হলো ৩৩,০০০ টাকা।
  • Senior Software Developer – এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন হলো ৪০,০০০ টাকা।

নিয়োগের স্থান

উক্ত শূন্যপদগুলির ক্ষেত্রে সমস্ত নিয়োগ হবে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম দপ্তরে। সেক্ষেত্রে প্রার্থীদের পোস্টিং মূলত কলকাতা অথবা সংলগ্ন যে কোনো এলাকায় হতে পারে।

গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইনের মাধ্যমে আবেদন শুরু তারিখ হল ২৫/০৯/২০২৪। অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ হল ১৮/১০/২০২৪।

আবেদন পদ্ধতি

আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। সবার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে। তারপর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এপ্লাই লিংক খুঁজে রেজিস্ট্রেশন কমপ্লিট করে তারপর লগইন আইডি দিয়ে লগইন করে আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি স্ক্যান করে আপলোড করতে হবে। শেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।

অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়বেন, বুঝবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।

আরও পড়ুন: সেপ্টেম্বর মাসের শেষে হতে চলেছে চাকরির মেলা! দেখে নিন বিস্তারিত

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Now
অফিশিয়াল ওয়েবসাইটCCWRecruitment
Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছর ধরে সংবাদ জগতের সঙ্গে যুক্ত অমিত। তিনি চাকরির এবং পরীক্ষার রেজাল্ট বিষয়বস্তু খবর সম্পর্কিত তথ্য তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। অমিত সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।

শেয়ার করুন: