পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতার পুলিশের পরীক্ষার্থীদের জন্য রয়েছে সুখবর। বেশ কিছু সময় ধরে পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশের নিয়োগ কিন্তু স্থগিত রাখা হয়েছিল। তবে খুব শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া পুনরায় আরম্ভ হতে চলেছে। জানা গিয়েছে কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের পরীক্ষার সম্ভাব্য তারিখ। আশা করা যাচ্ছে সামনে মাসে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর, কলকাতা পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার তারিখ
কর্মসংস্থান হলো একটি পশ্চিমবঙ্গের নামকরা শিক্ষা পত্রিকা, সেই পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী আগামী ডিসেম্বর থেকে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে এই সমস্ত পদের পরীক্ষাগুলো নেওয়া হবে। সূত্রের খবর অনুযায়ী, কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ হল ২৯ শে ডিসেম্বর, ২০২৪ এবং পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ হল ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫। তবে পশ্চিমবঙ্গ পুলিশের সাব-ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষায় সম্ভবত তারিখ এখনো জানা না গেলেও আশা করা যাচ্ছে ২০২৫ সালের জানুয়ারি মাসের দিকে এই পরীক্ষাটি নেওয়া হবে।
তবে এই পরীক্ষার সম্ভাব্য তারিখ নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পর্যন্ত কোন বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। সকলে আশা করছে, খুব শীঘ্রই কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ পাবে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে যখন পুনরায় পরীক্ষার তারিখ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখনও আমরা আপনাদের প্রতিবেদনের মাধ্যমে তা জানিয়ে দেব ।তাই সকলকে বলবো তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল এর জন্য আবেদন করেছিলে তারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দাও, খুব শীঘ্রই কিন্তু সেই পরীক্ষাগুলো হতে চলেছে।
ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।