পশ্চিমবঙ্গ পুলিশে সাব ইন্সপেক্টর পদে হবে নিয়োগ, ৪৯৪ টি শূন্য পদ, দেখুন কবে আবেদনপত্র প্রকাশিত হবে

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর। রাজ্যের তরফ থেকে ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গের সাব ইন্সপেক্টর একাধিক শূন্য পদে নিয়োগ করা হবে। বিধানসভায় ঘোষণা করার পর সমগ্র রাজ্য জুড়ে সাব-ইন্সপেক্টর পদে ৪৯৪ টি ভিন্ন পদে পুলিশ কর্মীদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। বর্তমানে রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য এবং ট্রাফিক পুলিশ ও অন্যান্য ক্ষেত্রে উপযুক্ত পরিমাণে পুলিশ কর্মী নিয়োগের জন্য উল্লিখিত ৪৯৪ টি শুন্য পদে সাব-ইন্সপেক্টর নতুন নিয়োগের অনুমোদন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এক্ষেত্রে সশস্ত্র বাহিনী এবং অস্ত্রবিহীন বাহিনী উভয় পদে কিন্তু কর্মী নেওয়া হবে। এই প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করেছি এই টপিক নিয়ে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।

তবে এই পদের জন্য নিয়োগ প্রক্রিয়া এখনো শুরু হয়নি। নবান্ন থেকে প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী শীঘ্রই সমস্ত পুলিশ কর্মীদের নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি জারি হয়েছে। সাব ইন্সপেক্টর পদগুলিতে শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে এবং পাশাপাশি ডেপুটি সেক্রেটারি অফিস কর্তৃক এই নিয়োগ পদ্ধতির জন্য যত শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায় তার দিকে বেশি নজর দেওয়া হচ্ছে। উল্লেখিত শূন্য পদ গুলি বর্তমানে রাজ্যে স্বরাষ্ট্র দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি হওয়ার পর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর তরফ থেকে উল্লেখিত পদগুলো নিয়োগের জন্য যথার্থ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কবে পশ্চিমবঙ্গ পুলিশে সাব ইন্সপেক্টর পদে আবেদনপত্র প্রকাশিত হবে?

কবে এই সাব ইন্সপেক্টর পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হবে তা এখনো অফিসিয়াল মাধ্যমে প্রকাশ করা হয়নি। তবে আশা করা যাচ্ছে আগামী এক দুই মাসের মধ্যেই এই নিয়োগের জন্য আবেদনপত্র প্রকাশ করা হতে পারে।

সমস্ত চাকরিপ্রার্থীদের বলবো তোমরা যদি সাব ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য আগ্রহী হয়ে থাকো তাহলে এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। কারণ প্রথমে এই পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা তারপর শারীরিক পরীক্ষা এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। তাই সকলকে বলব আগে থেকেই প্রস্তুতি নিতে থাকো যাতে সময় এলে নিজেকে যোগ্য প্রমাণ করতে পারো। তবে আবেদনের অফিসিয়াল নোটিশ কবে বেরোবে সেটা এখন অপেক্ষার বিষয়।

আরও পড়ুন: SSC GD Constable Recruitment 2024 : শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ

Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছর ধরে সংবাদ জগতের সঙ্গে যুক্ত অমিত। তিনি চাকরির এবং পরীক্ষার রেজাল্ট বিষয়বস্তু খবর সম্পর্কিত তথ্য তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। অমিত সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।

শেয়ার করুন: