অমিত সরকার, কলকাতা: প্রতিনিয়ত বাংলার আবহাওয়া তার রুপ পরিবর্তন করে চলেছে। আজ সোমবার, আজ থেকেই প্রায় শীত কমতে চলেছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজকে শীত অনেকটাই কম, সকাল থেকেই রোদের তেজ চোখে পড়ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসের খবর অনুযায়ী বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ানোর ইঙ্গিত রয়েছে। আনুমানিক দক্ষিণবঙ্গে প্রায় চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে। তবে বেশ কিছু জায়গায় আবার বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। তো তাহলে দেরি না করে জেনে নিই আজকের বাংলার আবহাওয়া ঠিক কেমন থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই দেখে নেব বাংলার দক্ষিণবঙ্গের আবহাওয়া ঠিক কেমন থাকবে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী দক্ষিন বঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা বাড়লেও উপকূলীয় অঞ্চল ছাড়া তাপমাত্রা কিন্তু ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচেই থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের চার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মূলত ঘন কুয়াশার জন্য এই সর্তকতা জারি করা হয়েছে। ঘন কুয়াশা দেখা যাবে নদিয়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, ও উত্তর ২৪ পরগনায়। তবে আজ থেকেই কলকাতা শহরের তাপমাত্রা বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বৃদ্ধি সাথে সাথে কিন্তু কুয়াশাও দেখা যেতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার দেখে নেব হাওয়া অফিসের খবর অনুযায়ী উত্তরবঙ্গের আবহাওয়া ঠিক কেমন থাকবে। হাওয়া অফিসের খবর অনুযায়ী দক্ষিণবঙ্গে আজ থেকে গরম একটু বেশি হলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রার কোন পরিবর্তন হবে না। বিশেষকরে আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, এবং উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা সম্ভাবনা রয়েছে। খবর অনুযায়ী পাহাড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।