অমিত সরকার, কলকাতা: আজ বৃহস্পতিবার সকাল থেকেই ওয়েদার ভালোই রয়েছে। সেই সঙ্গে রয়েছে আকাশে হালকা মেঘ। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে যে এদিন দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করতে চলেছে। আবহাওয়ার খবর অনুযায়ী বিশেষ করে দক্ষিণবঙ্গে নাকি বইবে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টি। তাহলে আজ দেখে নেব যে গোটা বাংলার আবহাওয়া কেমন থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার খবর সম্পর্কে জেনে নেব। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী আজ থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করবে। এদিন শিলাবৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, ও পূর্ব মেদিনীপুর জেলায়। এই কারণেই সেই সমস্ত জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাই এই সমস্ত জেলার মানুষ বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া দক্ষিণবঙ্গের বাঁকি জেলাগুলি যেমন পূর্ব ও পশ্চিম বর্ধমান, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, হাওড়া এ সমস্ত জেলাগুলিতেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এখানে কিন্তু বইবে ৪০ থেকে ৫০ কিমি বেগে হাওয়া তাই এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার দেখে নেব উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে। উত্তরবঙ্গের আবহাওয়া অন্যান্য জেলা থেকে বেশ মনোরম। বর্তমানে হাওয়া অফিসের খবর অনুযায়ী উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া আপাতত শুয় থাকবে। তবে দু এক জায়গায় বৃষ্টি হলেও হতে পারে।